kishore kumar - এ কি হোলো ( e ki holo) lyrics
Loading...
এ কি হোলো, কেন হোলো
কবে হোলো জানি না
শুরু হোলো, শেষ হোলো
কী যে হোলো জানি না তো
হুঁ.. এ কি হলো..
কেউ বোঝে কি না বোঝে হায়
আমি শুধুই বুঝি
এই আঁধারে ভুল করে হায়
আলো মিছে খুঁজি
মেঘ মরুতে যায় কি দেখা
দিন যায় একা একা, একা।
এ কি হলো, কেন হোলো
কবে হোলো জানি না
শুরু হোলো, শেষ হোলো
কী যে হোলো জানি না তো
হুঁ.. এ কি হোলো..
কেউ ভাবে কি না ভাবে হায়
আমি শুধু ভাবি
যে প্রেম দিতে জানে তার
নেই কোন দাবি..হায়
মনে পড়ে কেন তারে
মনে পড়ে বারে বারে, তারে।
এ কি হোলো, কেন হোলো
কবে হোলো জানি না
শুরু হোলো, শেষ হোলো
কী যে হোলো জানি না তো
হুঁ.. এ কি হোলো..
Random Lyrics
- kaede (jpn) - ((( escape ))) lyrics
- alan murin - začínam lyrics
- sueco - tidal wave lyrics
- pačaradažps - lugano 2 lyrics
- szolnoki - túl sok lyrics
- bones of grace - protivorechie lyrics
- mamistikfistik?, hate?, aki?, judas? - mi amor casa mama lyrics
- berk flanel & slot machine - staunton lyrics
- jorgeplata - veneno lyrics
- hateoryx - say less lyrics