konok chapa - bhalobaso tumi sunechi lyrics
ভালবাস তুমি শুনেছি অনেকবার
তবু সেদিনেরও মত লাগেনিতো কভু আর
ভালবাস তুমি শুনেছি অনেকবার
তবু সেদিনেরও মত লাগেনিতো কভু আর।
সেদিন আমার প্রথম ফাগুন বেলা
মাধবী শাখার অনেক ফুলের মেলা
সেদিন আমার প্রথম ফাগুন বেলা
মাধবী শাখার অনেক ফুলের মেলা।
সে ফাগুন আরো এসেছে যে বারে বার
তবু সেদিনেরও মত লাগেনিতো কভু আর
ভালবাস তুমি শুনেছি অনেকবার
তবু সেদিনেরও মত লাগেনিতো কভু আর।
তোমার প্রথম প্রেম রয়েছে আমার হৃদয় ভরে,
এ মন ভ্রমর সেথা যায় কেন বলো ওগো তারই তরে?
তোমার প্রথম প্রেম রয়েছে আমার হৃদয় ভরে,
এ মন ভ্রমর সেথা যায় কেন বলো ওগো তারই তরে?
সেদিনের সেই প্রথম গানের অলি,
এখনও ফোটায় নতুন আশার কলি-
সেদিনের সেই প্রথম গানের অলি,
এখনও ফোটায় নতুন আশার কলি-
সে গানের সুরে জেগেছি যে বারে বার।
তবু সেদিনেরও মত লাগেনিতো কভু আর
ভালবাস তুমি শুনেছি অনেকবার
তবু সেদিনেরও মত লাগেনিতো কভু আর।
Random Lyrics
- quentin miller - destiny freestyle lyrics
- rglr. nate - talk dirty lyrics
- izan llunas - mamá, mamá lyrics
- dj henny - morals lyrics
- omar apollo - ignorin lyrics
- mads langer - move mountains lyrics
- kristian camilo - me vas a extrañar lyrics
- ryan griffin - play it by heart lyrics
- gfriend - navillera -japanese ver.- lyrics
- the fab 5 - leflaur leflah eshkoshka lyrics