azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

kumar bishwajit - je shikari lyrics

Loading...

যে শিকারী দেখে দেখে না…
সে… অন্ধ শিকারী জানেনা
এক জীবনে ভালবাসা

আসে কি আসেনা ওওও
এক জীবনে ভালবাসা
আসে কি আসেনা
পৃথিবীর এইযে নিয়ম
কভু সুখ, কভু বেদনা…

যে শিকারী দেখে দেখে না…

চমকে যাওয়া চোখের কোণে
অন্য সুরের খেলা
হঠাৎ যেন ভোরের ফুল
ফোটে বিকেল বেলা…
চমকে যাওয়া চোখের কোণে
অন্য সুরের খেলা
হঠাৎ যেন ভোরের ফুল
ফোটে বিকেল বেলা…
পৃথিবীর এই যে নিয়ম
বিস্ময়েরও রঙিন সুতো
নতুন গল্প বোনা…
যে শিকারী দেখে দেখে না…

ব্যথার ঝড়ে কুড়িয়ে পাওয়া
অনুভবের ফুল…
হঠাৎ সুখে ভেসে যাওয়া
দুঃখ, ব্যথা, ভুল
ব্যথার ঝড়ে কুড়িয়ে পাওয়া
অনুভবের ফুল…
হঠাৎ সুখে ভেসে যাওয়া
দুঃখ, ব্যথা, ভুল
পৃথিবীর এই যে নিয়ম,
বুক ভরা অভিমানের
শুধুই আনাগোনা…
যে শিকারী দেখে দেখে না…
সে… অন্ধ শিকারী জানেনা…
এক জীবনে ভালবাসা
আসে কি আসেনা

পৃথিবীর এইযে নিয়ম,
কভু শখ, কভু বাসনা…

যে শিকারী দেখে দেখে না…



Random Lyrics

HOT LYRICS

Loading...