
kumar sanu & kavita krishnamurthy - bikeler shesh aalo lyrics
বিকেলের শেষ আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো৷
ও ও ও রাত যেন ছুটি নেই
তোমার আলো
তাই বাসি ভালো
সোনার আলো।।
বিকেলের শেষ আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো৷
ও ও ও রাত যেন ছুটি নেই
তোমার আলো
তাই বাসি ভালো
সোনার আলো।।
আমাদের পৃথিবীর অন্য পাশে,
রাতের আড়ালে রোদ লুকিয়ে হাসে৷
আমাদের পৃথিবীর অন্য পাশে,
রাতের আড়ালে রোদ লুকিয়ে হাসে৷
কখন আবার ভোরে ভাল করে,
কালো রাত ছুটি নিবে নৗলাকাশে৷
বিকেলের শেষ আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো৷
ও রাত যেন ছুটি নেই
তোমার আলো
তাই বাসি ভালো
সোনার আলো।।
পূবের আকাশ থেকে আলো মেলায়,
অন্য আকাশে গিয়ে সিঁদুর ছড়ায়৷
পূবের আকাশ থেকে আলো মেলায়,
অন্য আকাশে গিয়ে সিঁদুর ছড়ায়৷
সেই সিঁদুরের লালে
লাল এ বিকেল,
সেই দেখে কালো রাত ঘোমটা সরায়৷
বিকেলের শেষ আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো৷
ও ও ও রাত যেন ছুটি নেই
তোমার আলো
তাই বাসি ভালো
সোনার আলো।।
lyrics added by আ. নাকির
Random Lyrics
- signs - vaporized lyrics
- 柳ジョージ - go for "the dream" lyrics
- şule köken - naz niyaz lyrics
- cardiknox - earthquake lyrics
- 工藤順子 - 草むら通信 lyrics
- シュノーケル - quest lyrics
- daisy×daisy - the beginning feat.yoffy lyrics
- tennoto, sarah saputri, mahirs - kita muda penuh cinta lyrics
- キマグレン - 歩 lyrics
- ada band - percuma bilang cinta lyrics