lagnajita chakraborty - e bhabe golpo hok lyrics
Loading...
একটা বারান্দায়, আমি দাঁড়িয়েছিলাম
ছুঁড়ে ম্যাজিক চোখ, তাকিয়ে যেই চলে গেলে
শীতে আরাম দেয়, সেইরকমই চাদর
মেলে ফেলেছি, খেলার ছলে তোমার কোলে
এভাবেই গল্প হয়
আমাদের রূপকথায়
এভাবেই গল্প হোক
আমাদের রূপকথায়
বাউন্ডুলে দিন, আর দুষ্টুমিরা
নিয়ে পৌঁছে দিক
আমায় তোমার পুকুর পাড়ে
কাটবো সাঁতার, ঠেকবো শেওলা গাছে
রাজি হও যদি
খেলার ছলে, তোমার জলে
এভাবেই গল্প হোক
আমাদের রূপকথায়
এভাবেই গল্প হয়
আমাদের রূপকথায়
কিছুটা ছেলেমানুষি, মেনেও তো ভালোবাসি
বলে কয়ে কথা দিয়ে যাও
দেখো না এনেছি সাথে, মধুমাখা দিনে রাতে
আমার মনের জোছনায়
এভাবেই গল্প হোক
আমাদের রূপকথায়
এভাবেই গল্প হয়
আমাদের রূপকথায়
Random Lyrics
- mgb the yak - change lyrics
- lil rid - x3 lyrics
- æj - save me lyrics
- los 2 de la s - la india moderna lyrics
- daniel tanghal - fruits of my labor lyrics
- tigerstar - ultrabeat sound of my 18 lyrics
- the restarts - mindless violence lyrics
- shade apollo - welcome 2 the abyss lyrics
- juri & asche - erfolgstränen lyrics
- in quandro - pentru ea lyrics