lakkhichhara - jibon chaiche aro beshi lyrics
ঘুরে ফিরে তাই একি কথা
ডাঁয়ে বাঁয়ে আগে পিছু
জীবন চাইছে আরও বেশি
আরও বেশি কিছু
আলো ঝলমলে সে সব রাত্তিরে
আমি খুঁজে দেখেছি
canteen এ coffee cup এর আড্ডাতে
সব কিছুই পেয়েছি
লুকোচুরি প্রেম অলস বিরহে
মুছে গেছে কত দিন
সব কিছুই পেয়েছি এ জিবনে
আজ সব বেরঙ্গিন
মনে ভরছে না আর তাতে
ছেড়ে দাও আজ আমাকে
একঘেঁয়েমি আড্ডাতে
আছি নতুনের আশাতে
ঘুরে ফিরে তাই একি কথা
ডায়ে বায়ে আগে পিছু
জীবন চাইছে আরও বেশি
আরও বেশি কিছু
“আরও পেতে ছাই “এই হৃদয় বলে
আশ মেটেনাতো কিছুতেই
আমরাও আজ তোমাদের দলে
ঘর ছেড়েছি যে সকলেই
top gear এ তে ছুটছে যে গাড়ি
highway শুনছে rock ‘n roll
back seat এ হাসছে অনুভূতি
ফিরে তাকালেই গন্ডগোল
যাঁতাকল টানে আমাদের
কাঁটা ঘুরে চলে সময়ের
ইতি নিঃশেষ এ জীবনের
ভালোবাসা হয় ক্ষনিকের
তাই ঘুরে ফিরে একি কথা
ডাঁয়ে বাঁয়ে আগে পিছু
জীবন চাইছে আরও বেশি
আরও বেশি কিছু।
তবু আশা বেঁধে বুকে
কাছে ডাকছি তোমাকে
দেখি রোদ্দুরের ফাঁকে
ওরে এই দুর্বিপাকে
বলে যাবো আমি আজ সে কথা
মন খুলে সব কিছু
এই জীবনের উপরেও যে আছে
আরও বেশি কিছু
ঘুরে ফিরে তাই একি কথা
ডায়ে বায়ে আগে পিছু
জীবন চাইছে আরো বেশি
আরো বেশি কিছু
Random Lyrics
- shuttle (ru) - darksiders lyrics
- sapientsheaven - resting lyrics
- finally punk - bitch witch lyrics
- kidush hashem - al contemplarte lyrics
- beatpella - don't call me angel lyrics
- mitimitis - lento - en vivo lyrics
- 017kiyoshi - маллет (mallet) (outro) lyrics
- dooz kawa - les monstres lyrics
- alpha 5.20 - niggaz lyrics
- isac elliot - anteeks lyrics