lal mia - bhromor koiyo giya lyrics
Loading...
শুধুমাত্র লালিময়ার রিকল ভার্সনের জন্য প্রযোজ্য
ভ্রমর কইয়ো গিয়া,
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে,
ভ্রমর কইয়ো গিয়া ।।
ও ভ্রমর রে,
কইয়ো কইয়ো কইয়োরে ভ্রমর,
কৃষ্ণরে বুঝাইয়া
কইয়ো কইয়ো কইয়োরে ভ্রমর,
কৃষ্ণরে বুঝাইয়া
মুই রাধা মইরা যাইমু
কৃষ্ণ হারা হইয়ারে, ভ্রমর কইয়ো গিয়া।।
ভাইবে রাধারমণ বলে শোনরে কালিয়া
ভাইবে রাধারমণ বলে শোনরে কালিয়া
নিভা ছিলো মনের আগুন
কে দিলা জ্বালাইয়ারে, ভ্রমর কইয়ো গিয়া।।
ভ্রমর কইয়ো গিয়া,
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে,
ভ্রমর কইয়ো গিয়া ।।
Random Lyrics
- morning musume。 - pyoko pyoko ultra lyrics
- memory man - theodore lyrics
- robin gibb - sorry lyrics
- rupert holmes - letters that cross in the mall lyrics
- kevin johansen - amor finito lyrics
- keblack - j'ai déconné lyrics
- lecrae - cruising lyrics
- swift hits - tribute to taylor swift and kendrick lamar lyrics
- kevin johansen - la tangómana lyrics
- sovereign grace music - time keeps slippin' away lyrics