
lalon band - somoy gele lyrics
Loading...
তুমি দিন থাকতে দ্বীনের সাধন
কেন করলে না
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
জানো না মন খালে বিলে
থাকে না মিল জল শুকালে
জানো না মন খালে বিলে
থাকে না মিল জল শুকালে
কি হবে আর বাঁধা দিলে
শুকনা মোহনা
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
অমাবস্যায় পূর্নিমা হয়
মহা জোগ সে দিনের উদয়
অমাবস্যায় পূর্নিমা হয়
মহা জোগ সে দিনের উদয়
লালন বলে তাহার সময়
দ্বন্দ রয় না
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
সময় গেলে
সময় গেলে
সময় গেলে সাধন হবে না
সময় গেলে সাধন হবে না
তুমি দিন থাকিতে
Random Lyrics
- vino ortiz - play her hard lyrics
- andrea bocelli - roma nun fa' la stupida stasera - live in italy / 2013 lyrics
- hindi zahra - at the same time - remastered lyrics
- francesco guccini - l'ultima volta lyrics
- tjatjie - zelfde meid lyrics
- journey - when you're alone (it ain't easy) lyrics
- childish gambino - i'm so official lyrics
- the rascals - fire blaze lyrics
- camera obscura - let's get out of this country lyrics
- eric clapton - stormy monday - live at hammersmith odeon lyrics