lata mangeshkar - priyotamo ki likhi tomay lyrics
Loading...
কি লিখি তোমায়?
প্রিয়তম…
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
কৃষ্ণচূড়ার বনে ছায়া+ঘন পথ
আঁকা+বাঁকা পথ
আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে
কৃষ্ণচূড়ার বনে ছায়া+ঘন পথ
আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে
বসে আছি বাতায়নে
তোমারই আশায়
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
ভালোবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়
কত কথা কয়
তোমার আসার কথা লেখা আছে সব কিনারায়
ভালবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়
তোমার আসার কথা লেখা আছে সব কিনারায়
গুনগুন করে মন
ব্যথারও ছায়ায়
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার
কি লিখি তোমায়?
Random Lyrics
- mc vitin lc - subaquistão lyrics
- wasagen - sin ti lyrics
- kurt hugo schneider - lay me down lyrics
- big vern - miracle lyrics
- neocastro - her son yeni bir başlangıç lyrics
- david fonseca - c'est pas fini lyrics
- esther rose - my favorite mistake lyrics
- ashley mcbryde - voodoo doll lyrics
- fodastic brenfers - bolso secreto lyrics
- punkstar - pretty little pistol lyrics