lata mangeshkar - priyotamo ki likhi tomay lyrics
Loading...
কি লিখি তোমায়?
প্রিয়তম…
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
কৃষ্ণচূড়ার বনে ছায়া+ঘন পথ
আঁকা+বাঁকা পথ
আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে
কৃষ্ণচূড়ার বনে ছায়া+ঘন পথ
আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে
বসে আছি বাতায়নে
তোমারই আশায়
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
ভালোবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়
কত কথা কয়
তোমার আসার কথা লেখা আছে সব কিনারায়
ভালবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়
তোমার আসার কথা লেখা আছে সব কিনারায়
গুনগুন করে মন
ব্যথারও ছায়ায়
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার
কি লিখি তোমায়?
Random Lyrics
- inéz - mijn doel lyrics
- heyden reay - junk drawer lyrics
- truenorthson - another day (ft. joy nova & isaiah) lyrics
- aibat - depression lyrics
- shackles - together as none in a life lyrics
- officialarks - didn't want that girl ft. woof of the year & sway lyrics
- vuto - plenitude lyrics
- gram (gran regal) - produit lyrics
- ty british - don't see me lyrics
- brazzaville - aurelia lyrics