
level five - alshemi lyrics
Loading...
[pre+chorus]
কখনো কি ভেবে দেখেছো
কেন আকাশ নীল ?
কখনো কি ভেবে দেখেছো
কেন ঘাসফরিং উড়ে বেড়ায় চিন্তাহীন?
রাতের ভীত তারারা লুকিয়ে পড়ে নিদ্রাহীন?
[chorus]
আমার সব সরল ভাবনায়
তোমার আলসেমি
আমার সব সরল ভাবনায়
তোমার আলসেমি
[pre+chorus]
কখনো কি তুমি দেখেছো
রঙিন স্বপ্নের নীল?
দেখেছো কি মেঘের মাঝে
লুকিয়ে থাকা আকাশ নীল ?
তোমার আমার না বলা কথার
মাঝে এক অবুঝ মিল
[chorus]
আমার সব সরল ভাবনায়
তোমার আলসেমি
আমার সব সরল ভাবনায়
তোমার আলসেমি
Random Lyrics
- ben cristovao - hot16challenge lyrics
- morravey - ifineme lyrics
- lil gouda - 5th head lyrics
- stra3lt! - бэйби (baby) lyrics
- h4rtbrkr - would you please come over lyrics
- winona riders - riders lyrics
- wxrdie - trở về lyrics
- wonderlord - darling lyrics
- natalie claro - snow lyrics
- tiago samn - xxx lyrics