![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
level five - gholate megh lyrics
Loading...
[verse 1]
ঘোলাটে মেঘ, কাঁচের গ্লাস
শীতের সকাল, শালিকের ডাক
মুখে হাসি, চোখে জল
রাতের গান কে শোনাবে বল?
[chorus]
সারাটা দেশে আঁধারের রং
আমি যে দেখি রঙিন শ্রাবণ
সারাটা দেশে আঁধারের রং
আমি যে দেখি রঙিন শ্রাবণ
[verse 2]
তোমার ছবি একটু হাসে
চায়ের কাপে আমার সকালটা ভাসে
তোমার ছবি একটু হাসে
চায়ের কাপে সকালটা ভাসে
[pre+chorus]
বৃষ্টি নামলে পাতা ভেজা
সূর্য উঠলে সবই ফাঁকা
বৃষ্টি নামলে পাতা ভেজা
সূর্য উঠলে সবই ফাঁকা
তোমার+আমার ছোট্ট গল্প
কবিতাতে একটু অল্প
তোমার+আমার ছোট্ট গল্প
কবিতাতে একটু অল্প
[chorus]
সারাটা দেশে আঁধারের রং
আমি যে দেখি রঙিন শ্রাবণ
বৃষ্টি নামলে পাতা ভেজা
সূর্য উঠলে সবই ফাঁকা
Random Lyrics
- alvino - 恋color lyrics
- asstoro - blood.in lyrics
- dj nelz - dona lyrics
- shane t. hoffmann - smoke and mirrors lyrics
- twlv (트웰브) - trust lyrics
- josh ritter - (still) the still of the night lyrics
- bruno, o foda - punheta sem tesão lyrics
- ¥$, kanye west & ty dolla $ign - dead (ty dolla $ign & fre$h reference) lyrics
- blah (kor) - time slip movie lyrics
- watson (jpn) - 阿波弁 (awaben) lyrics