
level five - obosheshey lyrics
Loading...
[verse]
দুর্বল দৃষ্টিতে ঘোলাটে স্মৃতি
পেড়িয়ে এসেছি কয়েক যুগ
একসাথে ভাবিনি এমন হতে পারে
এখন শুধুই অপেক্ষা
দুর্বল দৃষ্টিতে ঘোলাটে স্মৃতি
পেড়িয়ে এসেছি কয়েক যুগ
একসাথে ভাবিনি এমন হতে পারে
এখন শুধুই অপেক্ষা
[pre+chorus]
তুমি তো গিয়েছ চলে
না ফেরার পথে আর
আমি থাকি নিজ দেয়ালে
হয়তো অপেক্ষায়
তুমিতো গিয়েছ চলে
না ফেরার পথে আর
আমি থাকি নিজ দেয়ালে
হয়তো অপেক্ষায়
হয়তো অপেক্ষায়
[chorus]
হয়তো আবার হবে দেখা অবশেষে
হয়তো আবার হবে দেখা অবশেষে
হয়তো আবার হবে দেখা অবশেষে
Random Lyrics
- little evil - riverview lyrics
- endless insomnia - shed of a snake lyrics
- filassgo, 9xnx - dissimilate lyrics
- still talk - move to l.a. lyrics
- rose hills - can you lyrics
- wuki - jusagroove lyrics
- ja66 - noise 4 lyrics
- samra - nasser asphalt lyrics
- trevor moss & hannah-lou - the relinquished lyrics
- babyteeth - flowers of evil lyrics