level five - shuvro probhat (accoustic) lyrics
Loading...
[verse 1]
শুভ্র প্রভাত
হাঁটছি একা
স্মৃতির পথে
হারিয়ে একা
মৃদু বাতাসে
যেন করছে খেলা
[chorus]
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো আলোর খেলা
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো
[verse 2]
এবার এলো সূর্য উদয়ের পালা
মুচকি হাসি, একটু বাঁকা
ফুরিয়ে এলো স্বপ্নের পাতা
বাকি আর একটি পাতা
[chorus]
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো
Random Lyrics
- dj parkovka - breakingthebank! lyrics
- the old dead tree - the lightest straw lyrics
- kayudo - withdrawals lyrics
- gavin (gsp) - save the babies lyrics
- hotgirlangel - ayo lyrics
- ele ekis - llegue lyrics
- the smashing pumpkins - transformer (early mix) lyrics
- arthur the t.v. show - jingle bells lyrics
- genkay - сердце по частям (heart po chastam) lyrics
- eratik - makeup of a man lyrics