level five - shuvro probhat lyrics
Loading...
[verse 1]
শুভ্র প্রভাত
হাঁটছি একা
স্মৃতির পথে
হারিয়ে একা
মৃদু বাতাসে
যেন করছে খেলা
[chorus]
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো আলোর খেলা
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো
[verse 2]
এবার এলো সূর্য উদয়ের পালা
মুচকি হাসি, একটু বাঁকা
ফুরিয়ে এলো স্বপ্নের পাতা
বাকি আর একটি পাতা
[chorus]
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো
স্মৃতির পাতায় যেনো
পড়ছে ধুলো, দেয়ালে রাখা
প্রাণহীন ছবিগুলো
Random Lyrics
- diorvsyou - racksin lyrics
- medicine head - moon child lyrics
- louis culture - city lyrics
- jon z - ratatata lyrics
- nubs & odd squad family - new day lyrics
- u-suck - стая lyrics
- wonderful world - sliver lyrics
- vonoff1700 - call of duty lyrics
- trentaco - should i, could i? lyrics
- vivid bad squad - フューエル (fuel) lyrics