
level five - tumi lyrics
Loading...
[verse]
তুমি সামনে নেই
তাও তুমি ভাসো
মনের মাঝে লুকিয়ে
একটুখানি হাসো
স্বপ্নে আমার তোমার ছবি
চুপটি করে আসে
সকাল থেকে রাতের শেষে
থাকো আমার পাশে
[pre+chorus]
প্রতি রাতে আমাদের কথা বলা
তোমার সাথে হাজারো গল্প লেখা
আমাদের আঙুলে জোট বাঁধা
আমাদের ভালো লাগা
[chorus]
আলো জ্বলে, আলো জ্বলে
আমার মনে আমার মনে
তোমার ছবি চোখের সামনে এসে ভাসে
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
ঠোঁটের মাঝে গল্প জমে
তোমায় আমি খুঁজি সারাক্ষণ
এই আমার মন
এই আমার মন
এই আমার মন
[outro]
তুমি
Random Lyrics
- the wild (atlanta) - together underground lyrics
- sunshine christo - fairly lyrics
- holyxander[sxander] - figured it out lyrics
- jaz aquino - sabihin mo na lyrics
- racki diorr - unlimited lyrics
- sunday morning - circle the sun lyrics
- swampstarr exchristt - the best artists make the worst people lyrics
- plaqueboymax & lil baby - beep lyrics
- jayce ray - zoom lyrics
- amaarae - dove cameron lyrics