lopamudra mitra - akash amay bhorlo aloye lyrics
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
সুরের আবির হানবো হাওয়ায়
নাচের আবির হাওয়ায় হানে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
সুরের আবির হানবো হাওয়ায়
নাচের আবির হাওয়ায় হানে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
ওরে পলাশ ওরে পলাশ
রাঙা রঙের শিখায় শিখায়
দিকে দিকে আগুন জ্বালাস
ওরে পলাশ ওরে পলাশ
রাঙা রঙের শিখায় শিখায়
দিকে দিকে আগুন জ্বালাস
আমার মনের রাগ রাগিনি
রাঙা হলো রঙীন তানে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
দখিন হাওয়ায় কুসুমবনের
বুকের কাঁপন থামেনা যে
নীল আকাশের সোনার আলোয়
কচি পাতার নুপূর বাজে
দখিন হাওয়ায় কুসুমবনের
বুকের কাঁপন থামেনা যে
নীল আকাশের সোনার আলোয়
কচি পাতার নুপূর বাজে
ওরে শিরীষ ওরে শিরীষ
মৃদু হাসির অন্তরালে
গন্ধজালে শূন্য ঘিরিস
ওরে শিরীষ ওরে শিরীষ
মৃদু হাসির অন্তরালে
গন্ধজালে শূন্য ঘিরিস
তোমার গন্ধ আমার কন্ঠে
আমার হৃদয় টেনে আনে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
সুরের আবির হানবো হাওয়ায়
নাচের আবির হাওয়ায় হানে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
Random Lyrics
- nessyou - face b lyrics
- rick harmoney - one lyrics
- yandel - muy personal lyrics
- wika salim - cinta ku sampai mati lyrics
- phaeleh - everyone lyrics
- 정엽 - it's love lyrics
- the gospel youth - if she's the rope lyrics
- tori amos - upside down 2 lyrics
- trippie redd - wonderful night lyrics
- marlin - back to me lyrics