
lopamudra mitra - akash bhara surja tara lyrics
Loading...
আকাশভরা সূর্য+তারা, বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি
আমি পেয়েছি মোর স্থান
বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান
আকাশভরা সূর্য+তারা, বিশ্বভরা প্রাণ
অসীম কালের যে হিল্লোলে জোয়ার+ভাটায় ভুবন দোলে
নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান
বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান
ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে
ছড়িয়ে আছে আনন্দেরই দান
বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান
কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি
কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি
জানার মাঝে অজানারে করেছি সন্ধান
বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান
আকাশভরা সূর্য+তারা, বিশ্বভরা প্রাণ
তাহারি মাঝখানে আমি পেয়েছি
আমি পেয়েছি মোর স্থান
বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান
Random Lyrics
- cvx - hunter lyrics
- flamingosi - sve nas cure čekaju lyrics
- sofia talvik - at the end lyrics
- flwrs - favourite sock lyrics
- matoma & astrid s - running out (alexander lewis remix) lyrics
- enay - i've been here before lyrics
- blue encount - tell me lyrics
- green (pl) - #hot16challenge2 lyrics
- voodoo808 - uzi uzi uzi lyrics
- slick nick - fearless lyrics