
lopamudra mitra - tomar khola haowa lagiye lyrics
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
সকাল আমার গেল মিছে
বিকেল যে রয় তারি পিছে গো
সকাল আমার গেল মিছে
বিকেল যে রয় তারি পিছে গো
রেখো না আর
বেঁধো না আর
কূলের কাছাকাছি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
মাঝির লাগি আছি জাগি
সকল রাত্রি বেলা
ঢেউগুলো যে আমায় নিয়ে
করে কেবল খেলা
মাঝির লাগি আছি জাগি
সকল রাত্রি বেলা
ঢেউগুলো যে আমায় নিয়ে
করে কেবল খেলা
ঝড়কে আমি করব মিতে
ডরব না তার ভ্রুকটিতে
ঝড়কে আমি করব মিতে
ডরব না তার ভ্রুকটিতে
দাও ছেড়ে দাও
ওগো, আমি তুফান পেলে বাঁচি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
Random Lyrics
- elevation worship - what would you do lyrics
- david shawty - tinman lyrics
- st. michael valentine - the high lyrics
- joão tamura - chão lyrics
- silva - i miss her lyrics
- timothy brindle - the darkness of my heart lyrics
- heavy hearts - headroom lyrics
- christine fellows - unleashed lyrics
- bad galaxy - yes, queen lyrics
- duncan laurence - yet lyrics