lucifer 369 - verse to her lyrics
সে বলে জান ,আমি বলি ভালোবাসি!
সে বলে প্রাণ ,আমি বলি তোমার হাঁসি!
হাঁটতে চাই তার হাত ধরে পাশাপাশি
মানিব্যাগে মায়ের পাশে তার ছবি রাখি
ছুটে আসে রাই যতবার শ্যামের বাঁশি
ডাকে কাছে তাকে ফুলের পানে মৌমাছি
তারপর ঠোঁটে লেগে মধু শুধু
অন্ধকার গলিতে যেন কালাজাদু
(কালাজাদু হবে কালো কোনো রাতে
তারা বন্দী যেমন সুন্দরীর হাতে
মধুরাতে তাকে বধূ সাজে দেখে
মনের হাজার আশা দুষ্টুমি যে শেখে)x2
সে বলে জান ;আমি বলি ভালোবাসি
সে বলে প্রাণ ;আমি বলি তোমার হাঁসি
হাঁটতে চাই তার হাত ধরে পাশাপাশি
মানিব্যাগে মায়ের পাশে তার ছবি রাখি
ছুটে আসে রাই যতবার শ্যামের বাঁশি
ডাকে কাছে তাকে ফুলের পানে মৌমাছি
তারপর ঠোঁটে লেগে মধু শুধু
অন্ধকার গলিতে যেন কালাজাদু
সে বলে জান ;আমি বলি ভালোবাসি
সে বলে প্রাণ ;আমি বলি তোমার হাঁসি
হাঁটতে চাই তার হাত ধরে পাশাপাশি
মানিব্যাগে মায়ের পাশে তার ছবি রাখি
Random Lyrics
- telfaz 11 - lazem foz | لازم فوز lyrics
- quinn - gatecode lyrics
- xmax - не отдам (not give) lyrics
- ундервуд (underwood) - далеко (far away) lyrics
- andy milonakis - free snaxx lyrics
- nervenbeisser - feuerteufel lyrics
- rexxie - asiko (big time) lyrics
- fuckpietro & shark34 - se non c'è lyrics
- jvke ft. my'kiah morris - golden hour lyrics
- square loop - let's get cathartic lyrics