lysa ahmed lisa - aghat kore nile lyrics
Loading...
আঘাত করে নিলে জিনে,
কাড়িলে মন দিনে দিনে ॥
সুখের বাধা ভেঙে ফেলে তবে আমার প্রাণে এলে-
বারে বারে মরার মুখে অনেক দুখে নিলেম চিনে ॥
তুফান দেখে ঝড়ের রাতে
ছেড়েছি হাল তোমার হাতে।
বাটের মাঝে, হাটের মাঝে,
কোথাও আমায় ছাড়লে না-যে-
যখন আমার সব বিকালো
তখন আমায় নিলে কিনে ॥
Random Lyrics
- vicetone feat. youngblood hawke - landslide lyrics
- tommy wright iii - take a chance lyrics
- dinah washington - a slick chick, pt. 1 (on the mellow side) lyrics
- johnny jack mesclado - maria & juan lyrics
- roger whittaker - jenny is gone lyrics
- crush (british duo) - mexican moon lyrics
- talley trio - hallelujah praise the lamb lyrics
- tommy maverick - riverbank lyrics
- evita - the more i see you lyrics
- michael mcdonald - tuesday heartbreak lyrics