
mac manik - ekhono majhe majhe with mac manik | juwel sarkar | lyrics
ekhono majhe majhe (with mac manik) juwel sarkar
singer : juwel sarkar
arranger : mac manik
label : mac manik.juwel sarkar.mac manik studio
lyrics, tune : ethun babu
original song : asif akbar
এখনো মাঝে মাঝে
মাঝ রাতে ঘুমের ঘোরে
শুনি তোমার পায়ের আওয়াজ
যেনো তুমি এসেছো ফিরে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে
এই রাত সেই রাত
কেটে গেছে কতো রাত
কষ্টের হাওয়া বুকে নিয়ে
আর পড়ে আছে কতোনা স্মৃতি
বন্দী মনের কারাগারে
এই রাত সেই রাত
কেটে গেছে কতো রাত
কষ্টের হাওয়া বুকে নিয়ে
আর পড়ে আছে কতোনা স্মৃতি
বন্দী মনের কারাগারে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে
এই প্রান এই মন
কেঁদে বলে সারাক্ষন
ভুলে গিয়ে আছো তুমি সুখে
আমি কাটাই প্রহর আর ভালোবাসা
একা বেদনারই চরে
এই প্রান এই মন
কেঁদে বলে সারাক্ষন
ভুলে গিয়ে আছো তুমি সুখে
আমি কাটাই প্রহর আর ভালোবাসা
একা বেদনারই চরে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে
এখনো মাঝে মাঝে
মাঝ রাতে ঘুমের ঘোরে
শুনি তোমার পায়ের আওয়াজ
যেনো তুমি এসেছো ফিরে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে
তুমি চলে গেছো অনেক দূরে
এই মনের আঙিনা ছেড়ে
Random Lyrics
- oliver krieg - nära lyrics
- emporio & jc reyes - d3snud4 lyrics
- siloe - que merezca la pena lyrics
- andrew iqcon - let's ride this horse together lyrics
- laura duff - what i wouldn't do lyrics
- lasca pedra & mc cachiaschopin - eqp doideira lyrics
- golde london - they know it lyrics
- eat cereal - 50 проклятий (50 curses) lyrics
- e_death - beauty killer lyrics
- isolated beingz - brain dead lyrics