mahadi - shunil boruna lyrics
Loading...
তুমি বরুনা হলে আমি সুনীল
তুমি আকাশ হলে হব শঙ্খ চিল
তুমি নদী হলে হব আমি জল
তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল
তুমি পাহাড় হলে হব আমি সবুজ
তুমি শাষণ করলে হব আমি অবুঝ
তুমি অরণ্য হও হব পাখি
তুমি অশ্রু হও হয়ে যাব আঁখি
তুমি বরুনা হলে আমি সুনীল
তুমি আকাশ হলে হব শঙ্খ চিল
তুমি নদী হলে হব আমি জল
তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল
তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম
তুমি নকশী কাঁথা হলে হব কারু হেম
নানা না না না নানা না না নানা নানা
তুমি রাত্রি হলে হব নিরবতা
তুমি দুঃখ পেলে হব তার ব্যাথা
তুমি প্রকৃতি হও হব তার ছবি
তুমি কবিতা হলে হব তার কবি
Random Lyrics
- cyberogre - routine lyrics
- nelli milan - lähdetkö mukaan lyrics
- gus pfender - the f word lyrics
- jacquees - come thru lyrics
- piano tribute players - wolves lyrics
- don pesos - fi life forever lyrics
- mary martin - girl crazy: but not for me lyrics
- happy joe - vanity lyrics
- oh my girl - b612 lyrics
- axos - la pluie lyrics