mahbub - tumi ki keboli chobi lyrics
Loading...
তুমি কি কেবলই ছবি, শুধু
পটে লিখা।
ওই-যে সুদূর নীহারিকা
যারা করে আছে ভিড়
আকাশের নীড়,
ওই যারা দিনরাত্রি
আলো হাতে চলিয়াছে
আঁধারের যাত্রী গ্রহ
তারা রবি,
তুমি কি তাদের মতো
সত্য নও।
হায় ছবি, তুমি শুধু
ছবি॥
নয়নসমুখে তুমি নাই,
নয়নের মাঝখানে
নিয়েছ যে ঠাঁই– আজি তাই
শ্যামলে শ্যামল তুমি,
নীলিমায় নীল।
আমার নিখিল তোমাতে
পেয়েছে তার অন্তরের
মিল।
নাহি জানি, কেহ
নাহি জানে–
তব সুর বাজে মোর
গানে,
কবির অন্তরে তুমি
কবি–
নও ছবি, নও ছবি, নও শুধু
ছবি॥
তুমি কি কেবলই ছবি
lyrics added by ashok chandra shil
Random Lyrics
- de santo nada - ninguna deuda lyrics
- henning fries - det er vanskelig å være beskjeden lyrics
- the sidhartas - revolusi kamar mandi lyrics
- 盛曉玫 - 活出愛 live out love lyrics
- mr yéyé - je suis une étoile lyrics
- little pepe - principio y final lyrics
- mery celeste - orange lyrics
- michael card - come to me and drink lyrics
- arijit singh & shreya ghoshal - tu chale (from "i") lyrics
- amalee - aliez (aldnoah zero) lyrics