
manna dey - prithibi takiye dekho lyrics
Loading...
পৃথিবী তাকিয়ে দেখো
আমরা দুজনে কত সুখী কত সুখী কত সুখী
সূর্য তাকাও আলো ছড়াও
মেঘের ফাঁকে দিওনা উঁকি, দিওনা উঁকি, দিওনা উঁকি
পৃথিবী তাকিয়ে দেখ…
সংশয় সন্দেহ জয় করে
প্রত্যাশা হৃদয়ের পথ ধরে
তারা আজ এক হল অন্তরে
সূর্য তাকাও আলো ছড়াও
মেঘের ফাঁকে দিওনা উঁকি, দিওনা উঁকি,দিওনা উঁকি
পৃথিবী তাকিয়ে দেখ…
সামনে এলাম আহা আহা আহা
সামনে এসো, আহা আহা
এগিয়ে আসার মনকে পেলাম
তাই সামনে এলাম আহা আহা
পৃথিবী তাকিয়ে দেখ…
সব বাধা বন্ধন যাক সরে
সব কিছু উঁকি পেতে থাক পড়ে
দুরন্ত স্বপ্নের পথ ধরে
জীবনে নিল যারা হাজার ঝুঁকি
সূর্য তাকাও আলো ছড়াও
দাঁড়াল সত্যের মুখোমুখি
Random Lyrics
- we are only human once - sad song lyrics
- jerry jeff walker - let it ride lyrics
- life awaits - digging in the sands lyrics
- overkill - second son (live) lyrics
- jessica novaes - até transbordar lyrics
- zxmbbwxrldd - i'll be fine lyrics
- chsr - what are you thinking lyrics
- dino merlin - esma lyrics
- k-otix - front row (radio) lyrics
- lil special & trosborg productions - fruity (prod. trosborg productions) lyrics