mass $cott - freedom? lyrics
[chorus]
রক্ত ভাসে যেদিক youth+এর
সেদিক কিয়ের আলো বল?
system pattern রাখছে গণ্ডগোলের
কারে ধরবি? ধর!
তারা লাশের উপর হাঁটে
কত মায়ের চোখে জল
যদি সত্য বলতে ডরাস
তাইলে কিয়ের freedom বল?
রক্ত ভাসে যেদিক youth+এর
সেদিক কিয়ের আলো বল?
system pattern রাখছে গণ্ডগোলের
কারে ধরবি? ধর!
তারা লাশের উপর হাঁটে
কত মায়ের চোখে জল
যদি সত্য বলতে ডরাস
তাইলে কিয়ের freedom বল?
[verse ]
দেহ পইড়া যায়, রক্ত চিৎকার কইরা যায়
মাটির মানুষ শয়তান সাইজা মাটির মানুষ বেইচা খায়
future যাদের হাতে তাদের হাতেই শিকল বাঁন্ধতে চায়
অমানুষের জাত কেমনে নারীর গায়ে হাত ওঠায়?
টান খায়া পইড়া থাকলেও লেখা করবো প্রতিবাদ
স্বাধীন আমগো দেশ তাইলে freedom কোথায়? speech+এ বল?
pain ভাবছে stitch+able
stoop করবে কত low?
students সবাই এক লগে
সময় আইসে দেখানোর!
সময় হইসে দেখানোর
privilege না হক চাই
ধাওয়া পাল্টা ধাওয়া
ব্যাটা ভারী পড়বো সব line
লাল+সবুজ পতাকাতে ছিটা পড়সে রক্ত কার?
কারাগারের রাস্তা টাইনা youth+রে দেখায় অন্ধকার
বন্ধ কর!
বন্দুক দিয়া জান গেলেও purpose কেমন যাইবো? (কেমন যাইবো?)
নিজের spoon silver তাও পরের প্লেটেই চাইবো!
মিডিয়া control+এ news কেমন আইবো?
৭১+এর rage, 24 দেখা পাইবো!
[chorus]
রক্ত ভাসে যেদিক youth+এর
সেদিক কিয়ের আলো বল? (কিয়ের আলো?)
system pattern রাখছে গণ্ডগোলের
কারে ধরবি? ধর!
তারা লাশের উপর হাঁটে
কত মায়ের চোখে জল
যদি সত্য বলতে ডরাস
তাইলে কিয়ের freedom বল?
রক্ত ভাসে যেদিক youth+এর
সেদিক কিয়ের আলো বল?
system pattern রাখছে গণ্ডগোলের
কারে ধরবি? ধর!
তারা লাশের উপর হাঁটে
কত মায়ের চোখে জল
যদি সত্য বলতে ডরাস
তাইলে কিয়ের freedom বল?
[outro]
yeah, f+ck this system
f+ck this system
in this together, in this together
সবাই একসাথে, united
Random Lyrics
- pupppy - rodeo clowns lyrics
- deelee s - copa mondial lyrics
- brad strut - shit talk break 1 lyrics
- celebrity chellini - jah elijah! lyrics
- dalom kids - rifilwe lyrics
- abhirup - seasons lyrics
- broadway karkat - ballad of the corpse bride (remains of the game) lyrics
- alexis saucedo - i'm rich (gold) lyrics
- jayvon - i'll be by your side lyrics
- youaresobad - песня о любви (song about love) lyrics