master d - phenomenon lyrics
সে যে করে খেলা
চোখে চোখে
মনের ভুলে
চলে হেলে দুলে
হাসি চোখে
খোলা চুলে
হাসি মাখা ঠোঁটে
লজ্জায় লাল লাল
দেখে ঘুরে ঘুরে
হয়ে যাই বেসামাল
দেখি ঘুরে ফিরে
কাছে দূরে
সুরে সুরে
জ্বলে আগুন জ্বলে
আমার বুকে আগুন জ্বলে
ধুকপুক ধুকপুক
এই বুকে বাজে তা
চোখে চোখ পড়লেই
হয় মন নাঝেহাল
she is a phenomanon
ah ha…
কেন কাছে আসে না
দূরে দূরে থাকে
অনেক না… না…
কেন ভালোবাসে না
she is a phenomanon
ah ha…
কেন কাছে আসে না
দূরে দূরে থাকে
অনেক… না… না…
কেন ভালোবাসে না
দেখি তাকে দেখি দিনে রাতে
সকাল সাঝে
বাজে কানে কানে
তারি পায়ের নুপুর বাজে
কাঁপা কাঁপা ঠোঁটে
হায় সেকি তাতছানি
মন কিছু মানে না
ঠিক ভুল কি জানি
আমি বারে বারে মরীচিকারর ফাঁদে পরি
ইয়ে ইয়ে ইয়ে
খেয়ে হাবু ডুবু হাবু ডুবু
কি যে করি
না না না
এ যে চোরাবালি
অপূর্ব মায়াজাল
চোখে চোখ পড়লেই
হায় সব কুঁচবেহাল
she is a phenomanon
ah ha…
কেন কাছে আসে না
দূরে দূরে থাকে
অনেক না… না…
কেন ভালোবাসে না
she is a phenomanon
ah ha…
কেন কাছে আসে না
দূরে দূরে থাকে
অনেক না… না…
কেন ভালোবাসে না
she is a phenomanon
ah ha…
কেন কাছে আসে না
দূরে দূরে থাকে
দূরে দূরে থাকে
কেন ভালোবাসে না
Random Lyrics
- omni - siam lyrics
- twiddle - the box lyrics
- crayon pop - vroom vroom lyrics
- l'ordre du périph - brigade fantôme lyrics
- young thug - might lyrics
- the vamps - talk show lyrics
- jocelyn - just like everybody else lyrics
- hiphop tamizha - machi engalukku ellam lyrics
- silvio rodriguez - el viejo obrero lyrics
- 몬스타엑스 - 부나비 the tiger moth lyrics