mc mugz - ustha pickup lyrics
[verse 1: mc mugz]
আরে এই ছেলে+মেয়েরা তোরা ঘুমের থেইকা ওঠ
উইঠা দরজার উপ্রে তাকে দেখবি কবুতরের খোপ
আর খোপের ভিত্রে টোপ রাখলে সাপে দিবো ছোপ
আবে, হোপ ব্যাটা, চোপ! দিমু dope খাবি কোপ
আর tennis বলের tape+এ নাকি ছেপের উপ্রে লেপে
গ্যাপে+চেপে বাংলা rap+এ, কলের tape+এ , চলে খেপে
আরেকজনরে দেখে, দেইখ্যা পরীক্ষাতে লেখে
পোলা jacket পিন্দা racket খেইলা বাড়ির ভিত্রে packet
হ, বাঁশি in the ব, কাশি in the ক
চিকি in the চ, লগে লাঠি in the ল
আর মাদুর বিছায় মাটিতে ব
আর মনেতে ক, তোগো কত কইরা daily কেজি লাগে raw
ও, আকিলের ভাই শাকিল
প্রতিপক্ষ ফাজিল কারণ support করি brazil
বাতিল কথা বাতিল
আরেকজনের মাথার উপ্রে পাতিল
এইবার নাবিলের ভাই জামিল
যাইয়া ছবি লাগান তামিল
[chorus: mc mugz]
pick up, pick up, উস্থা pick up, pick up
music video+তে model নাচায় fake ass hip+hop
তোগো get up, get up, নকল set up, set up
poser পোলাপাইনগো youtube+এ breakup, breakup
yo, pick up, pick up, উস্থা pick up, pick up
music video+তে model নাচায় fake ass hip+hop
তোগো get up, get up, নকল set up, set up
poser পোলাপাইনগো youtube+এ breakup, breakup
[verse 2: takbir]
আইয়েন চাচারা, যাইবেন নি চাষাড়া?
আলিফ, বা, তা ছাড়া, বাংলা rap গাছাড়া
সোলেমান লেংটা লইসে জন্ম
যেইহানে ধ্যানটা থাকে solid
মা’য় বানায় পুতে বেচে
গল্লির জিনিস+জুনিস থলিত
দুধের স্বাদ ঘোলে (কী রে?), ফলের জন্ম ফুলে
লোহা মোয়া ভাঙ্গারি সব মণ্ডলপাড়ার pool+এ
আরে রাজায় কইসে, “চুদির ভাই” আনন্দের আর সীমা নাই
বন্দুক যুদ্ধে নিহত জীবনের কোনো বীমা নাই
মাথার ভিত্তে মাথা, আষাঢ় মাসে ব্যাঙের ছাতা
খুঁইজা ফাতা ফাতা, বাদ নাই আতার মা’র গাতা
কান ছাড়া সাপ নাচে বীণে
গানে তৃপ্তি পাইলে গান মাইনষে কিনে
এই গাড়ির ভিত্রে মাদক আছে, পুলিশ দিয়া ধরায় দে
মিয়াখাইন্যা কবিরাজের কাছে লইয়া ঝারায় দে
সব সেয়ানের বড় সেয়ান তোর মতো musician
root bangla+র গানের সুখে আগুন লাগায় battalion
[chorus: mc mugz]
pick up, pick up, উস্থা pick up, pick up
music video+তে model নাচায় fake ass hip+hop
তোগো get up, get up, নকল set up, set up
poser পোলাপাইনগো youtube+এ brеakup, breakup
yo, pick up, pick up, উস্থা pick up, pick up
music video+তে model নাচায় fakе ass hip+hop
তোগো get up, get up, নকল set up, set up
poser পোলাপাইনগো youtube+এ breakup, breakup
[verse 3: 5sta kamrul]
তারে বুঝায় দে হানর তলে লাগায় দে
[?]
মজমাতো জমিলে
ব্যাকে বাইয়া দেখিবে চাটগাঁইয়া flag জায়গা মতো উড়িলে
গাঞ্জাডি টান দিবো, টান মারি বান দিবো
জায়গাত যাই ধরা হাইলে তর বাইয়র নাম বেচিবো
যত প্রকার দুই নাম্বারি ব্যাক কিসু সরায় রাখ
চকবাজার মোড়র থিয়া বামে লইলে হালুরঘাট
এহন তো নেতা নাই, ব্যাক গুটি ব্যাবসায়ী
এনো অইলি নেতা নিজের মার ফেডর বইন বেচি
এসি রুমোত বই থাইকে রাজপথের কান্ডারী
দুইদিন্না মুসল্লি তিনদিনর ভান্ডারী
ঘাটত গিয়া ধরের মাছ, রাস্তার উপার ফেলায় গাছ
জনগণের ঘিরি ফাইল্লে যত আছে চাঁন্দাবাজ
বাদী রাখ, ওয়ার্ড নাম্বার ২১, ইবা জামালখান
হথা হবি ঠিকি, চোখ নিচে তোর নামায় রাখ
[chorus: mc mugz]
pick up, pick up, উস্থা pick up, pick up
music video+তে model নাচায় fake ass hip+hop
তোগো get up, get up, নকল set up, set up
poser পোলাপাইনগো youtube+এ breakup, breakup
yo, pick up, pick up, উস্থা pick up, pick up
music video+তে model নাচায় fake ass hip+hop
তোগো get up, get up, নকল set up, set up
poser পোলাপাইনগো youtube+এ breakup, breakup
[verse 4: gr tanmoy]
হক পাগল কাশেম চান, নাকি ফাইল্লা পাগলার বনে
পরিবেশন লোকাল ভাষায় টাঙ্গাইল সদর আয়োজনে
[?]
original না dupli ভুরফা ভুল জায়গাডায় দিসো
কনে উজান কনে ভাট্টি, কনে বান্দাইসি ঘাঁট্টি
আন্ধার রাইতেও নৌকা চলে,ল mercedes লগে পাত্তি
ছোট্ট বেলার খেলার সাথী এহন খাইসে ল ভাই গিট্টু
পল্টির উপরে ডিগবাজি, আপন পোলায় করে বিট্টু
সময় যহন বর্ষাকালে, হরিণ চাডে বাঘের গালে
আমরা নিজেই খুইদা বানাই
ডাকলে কুমির আহে খালে
আর এইডি রসুই ছাড়া যাইবো কষ্টে জীবন তামাকাসা
বাচ্চা স্বপ্নে হইসে দোষে, বাস্তবে খুব হতাশা
ঘন্টা চুক্তি গ্রাহক বাইর থেইক্যা তোমগোডিরে লাগায়
এইডির বিবেক জাগে না সোনার দেশে সোনা খাড়ায়
uncommon শব্দের কিতাব,বাংলা dictionary খোলা
এইডা root bangla file লগে টাঙ্গাইল city+র পোলা
[chorus: mc mugz]
pick up, pick up, উস্থা pick up, pick up
music video+তে model নাচায় fake ass hip+hop
তোগো get up, get up, নকল set up, set up
poser পোলাপাইনগো youtube+এ breakup, breakup
yo, pick up, pick up, উস্থা pick up, pick up
music video+তে model নাচায় fake ass hip+hop
তোগো get up, get up, নকল set up, set up
poser পোলাপাইনগো youtube+এ breakup, breakup, yo!
Random Lyrics
- buzzcocks - i don't mind (2018 remastered version) lyrics
- lil k-popp - war city lyrics
- livvy lehrer - everybody's watching lyrics
- vo williams - game over lyrics
- wolfgang petry - ich klau für dich lyrics
- lisa mitchell - oh hark! (live & acoustic) lyrics
- lee minhyuk (이민혁) - 있잖아 난 봄이 오면 (when spring comes) lyrics
- bstud - metempsychosis lyrics
- farshad - aghoush pt2 lyrics
- lobonabeat! - outro lyrics