mcc-e mac - shopno lyrics
[chorus: gk kibria]
কাজল কালো চোখে
খুঁজে যাই কত স্বপ্ন
খুঁজে যাই কত স্বপ্ন
খুঁজে যাই কত স্বপ্ন
খুঁজে যাই কত স্বপ্ন
তুমি আমার মতো
আমি তোমার মতো
খুঁজে যাই কত স্বপ্ন
খুঁজে যাই কত স্বপ্ন
খুঁজে যাই কত স্বপ্ন
খুঁজে যাই কত স্বপ্ন
[verse 1: somrat sij]
আমি কখনো ধোঁয়া হয়ে উড়ি
কখনো হই ঘুড়ি
কখনো বা খেলি বিবেকের সাথে লুকোচুরি
যতটা দূরে সরি ততটা ধরা পড়ি
শেষে মায়া জালে বন্দী নিজের সাথে লড়ি
কেন চিঠি যায় ভুল ঠিকানায়?
ফলে অশ্রু জলে ভেজা চোখের পাতায়
করি মনে মনে প্রেম প্রিয়তমার সনে, সাঁই!
কোথায় গেলে পাই, বলো, কোন দরজায় হবে ঠাঁই?
কেউ বা মরে শ্মশানে আগুনে পুড়ে
আবার কেউ বা মরা চাদরে মাটির ঘরে কেন?
স্বপ্ন দেখায়, এত স্বপ্ন দেখি
মানুষ হইতে শিখায় কেন মিথ্যা লেখি (হায়!)
[pre+chorus: somrat sij]
এই আছে, এই নাই, ছুইটা কাছে যাই
ভুলে, ভুলে, ভুলে
এই আছে, এই নাই, ছুইটা কাছে যাই
ভুল+ভ্রান্তি ঘুমে দেখা সুখ খুঁইজা, খুঁইজা…
[chorus: gk kibria]
খুঁজে যাই কত স্বপ্ন
খুঁজে যাই কত স্বপ্ন
খুঁজে যাই কত স্বপ্ন
খুঁজে যাই কত স্বপ্ন
তুমি আমার মতো
আমি তোমার মতো
খুঁজে যাই কত স্বপ্ন
খুঁজে যাই কত স্বপ্ন
খুঁজে যাই কত স্বপ্ন
খুঁজে যাই কত স্বপ্ন
[verse 2: mcc+e mac]
স্বপ্ন মানে ধোঁকা+ধোঁকা ভাঙে স্বপ্ন
আমার গল্প লেখা ছিল যতগুলা রয়ে গেল খুবই অল্প
আমি জানতে চাই না, বাঁচতে চাই না,শুনতে চাই না মর্ম
থাকতে চাই যদি হয়ে যাও অন্য কারো আজ গল্প
দেখো, জন্ম হয় ধ্বংস
বলে তো যাই কষ্টগুলা চাপা
ব্যথা বাড়ে তবে সয়ে তো যাই
মাথা ভর্তি প্রশ্ন নিজে করে তো যাই
কথা নাই বার্তা নাই শব্দ বৃষ্টিতে হারাই
কিছু বাকি নাই যেটাতে তোকে আমি খুঁজি নাই
দেখি যে স্বপ্ন যেটাতে কষ্ট, দেখি না গুপ্ত ছলনা
যেখানে আমি, রবে না তুমি, ভাবি না নষ্ট ধারণা
জানি না সত্য, মানি না মিথ্যা
ভালো যে কাটে না দিনটা
মিলে না শান্তি, মিলে না শান্তি
নাটকে গড়বো দিনটা
[pre+chorus: gk kibria]
আমি শুধু জানি, শুধু জানি, শুধু জানি
জীবনের ওই দামাদামি, দামাদামি
ডুবে যাবে তুমি আমি জানি, আমি জানি
কারণ ওচোখে
[chorus: gk kibria
খুঁজে যাই কত স্বপ্ন
খুঁজে যাই কত স্বপ্ন
খুঁজে যাই কত স্বপ্ন
খুঁজে যাই কত স্বপ্ন
তুমি আমার মতো
আমি তোমার মতো
খুঁজে যাই কত স্বপ্ন
খুঁজে যাই কত স্বপ্ন
খুঁজে যাই কত স্বপ্ন
খুঁজে যাই কত স্বপ্ন
Random Lyrics
- yokai kage - hatred of the world lyrics
- henry haggard - hominid lyrics
- poletel - забиваю (scoring) lyrics
- adina v - your love lyrics
- milk daddy - circle later lyrics
- jizzyb - airlines lyrics
- maeley - parking lot lyrics
- grandtheft & delaney jane - easy go (grandtheft vip) lyrics
- shin yong jae (신용재) - 그립다 (miss you) lyrics
- dead blonde - beauty queen lyrics