mechanix-মেকানিক্স - bisshoy-বিস্ময় lyrics
Loading...
আমার ক্লান্ত চোখ ভেজা
পাতার ঘামের মত
ডুবে যায়
এইসব চোখ ভেজা
উষ্ণ ডানায়
আমার ক্লান্ত চোখ ভেজা
পাতার ঘামের মত
ডুবে যায়
এইসব চোখ ভেজা
উষ্ণ ডানা
স্পর্শে ডুবে থাকে
যেন নীল ঢেউয়ে
জ্বলে উঠে
এমন বিস্ময়
তোমরা বলেছো
বিস্মৃতি অথচ
জীবন আঁকড়ে জেগে
থাকে একি স্মৃতি
বাজে নীরব স্বরে
তোমাদের হাতের ছায়া
উড়ে আসা শীতের যৌবন
এই যে যুগল হাত
বিষন্ন দিনের মত
স্পর্শে ডুবে থাকে
জ্বলে উঠে
এমন বিস্ময়
Random Lyrics
- jorge nada - era mejor que ellos lyrics
- urdza - sinner or liar lyrics
- s1x1o flipper - intro lyrics
- vntg jag - life lyrics
- the takeovers - father's favorite temperature lyrics
- la barranca - entre la niebla i lyrics
- el papi - nordpolen 2020 lyrics
- lytespeed - conscientiam lyrics
- afiq rahem - kudiss lyrics
- pete rock - that’s the way lyrics