meghdol - bebochched lyrics
চতুর্মাত্রিকায় ভূমণ্ডলায়ন নারায়ণী নমস্তুতে
প্রেত+সর্বস্বতায় উলঙ্গ তরবারি নাচে ধমনীতে
চতুর্মাত্রিকায় ভূমণ্ডলায়ন নারায়ণী নমস্তুতে
প্রেত+সর্বস্বতায় উলঙ্গ তরবারি নাচে ধমনীতে
(চতুর্মাত্রিকায় ভূমণ্ডলায়ন নারায়ণী নমস্তুতে
প্রেত+সর্বস্বতায় উলঙ্গ তরবারি নাচে ধমনীতে)
একটা ব্যবচ্ছেদ+যন্ত্র
একটা হাইড্রোজেন স্ট্রফি নিয়ে যা খুশি করো
দেখবে সম্ভব হয়েছে উৎকৃষ্টতম আণবিক বিষ্ফোরণ
তারপর ভাবো[?] ভ্রুণের মজাদার সব বিকৃতি
একেই বলে প্রসন্ন নরমেধ
এটা কিন্তু বেশ গণতান্ত্রিকও বটে
ছিন্নভিন্ন মানুষ বিনা যে গণতন্ত্র হয় না
মুক্ত বিশ্বে সমানভাবে প্রত্যেকে উন্নত+ঊর্ধ্বমুখী হবে
অন্তিম সেই প্রোজ্জ্বল তেজস্ক্রিয়তার ভেতর
(একটা ব্যবচ্ছেদ+যন্ত্র
একটা হাইড্রোজেন স্ট্রফি নিয়ে যা খুশি করো
দেখবে সম্ভব হয়েছে উৎকৃষ্টতম আণবিক বিষ্ফোরণ
তারপর ভাবো[?] ভ্রুণের মজাদার সব বিকৃতি
একেই বলে প্রসন্ন নরমেধ
এটা কিন্তু বেশ গণতান্ত্রিকও বটে
ছিন্নভিন্ন মানুষ বিনা যে গণতন্ত্র হয় না
মুক্ত বিশ্বে সমানভাবে প্রত্যেকে উন্নত+ঊর্ধ্বমুখী হবে
অন্তিম সেই প্রোজ্জ্বল তেজস্ক্রিয়তার ভেতর)
চতুর্মাত্রিকায় ভূমন্ডলায়ন নারায়ণি নমস্তুতে
প্রেত+সর্বস্বতায় উলঙ্গ তরবারি নাচে ধমনীতে
(প্রেত+সর্বস্বতায় উলঙ্গ তরবারি নাচে ধমনীতে)
চুপসে যাওয়া বেলুন+মুখরতা
হায়, হায়, হায়, মানবতা, মানবতা
(মানবতা)
নিভে যাওয়া বোধ, আর জ্বলে ওঠা ক্রোধ
গড়ে তোলে ধ্বংসের মহাকাল
নিভে যাওয়া বোধ, আর জ্বলে ওঠা ক্রোধ
গড়ে তোলে ধ্বংসের মহাকাল
(নিভে যাওয়া বোধ, আর জ্বলে ওঠা ক্রোধ
গড়ে তোলে ধ্বংসের মহাকাল)
নিভে যাওয়া বোধ, আর জ্বলে ওঠা ক্রোধ
গড়ে তোলে ধ্বংসের মহাকাল
(গড়ে তোলে ধ্বংসের মহাকাল)
শত শত ব্যবচ্ছেদে লেগে থাকা ক্রন্দন
(আর ভুলে যাওয়া ইতিহাস তোমাদের বুকের স্পন্দন)
শত শত ব্যবচ্ছেদে লেগে থাকা ক্রন্দন
(আর ভুলে যাওয়া ইতিহাস তোমাদের বুকের স্পন্দন)
অস্থিরতায়, নিমগ্নতায় পুড়ছে স্বদেশ, পুড়ছে সবাই
অস্থিরতায়, নিমগ্নতায় পুড়ছে স্বদেশ, পুড়ছে সবাই
(অস্থিরতায়, নিমগ্নতায় পুড়ছে স্বদেশ, পুড়ছে সবাই)
অস্থিরতায়, নিমগ্নতায় পুড়ছে স্বদেশ, পুড়ছে সবাই
(অস্থিরতায়, নিমগ্নতায় পুড়ছে স্বদেশ, পুড়ছে সবাই)
অস্থিরতায়, নিমগ্নতায় পুড়ছে স্বদেশ, পুড়ছে সবাই
(অস্থিরতায়, নিমগ্নতায় পুড়ছে স্বদেশ, পুড়ছে সবাই)
তবুওওওওওওওওওওওও
রুখে দাঁড়াই আমরা
ঘুরে দাঁড়াই আমরা
ফিরে দাঁড়াই
Random Lyrics
- eyshila - chegar a ti lyrics
- benny the butcher, 38 spesh & harry fraud - bad guy lyrics
- micah edwards - all for you lyrics
- mzlff - осенний листопад (autumn leaf fall) lyrics
- hurricane wisdom - questions lyrics
- lourdizer - in orbit (maximize the power that lies in your mind) lyrics
- idris jack - ce que je vis, ce que je vois lyrics
- kid travis - sunshine lyrics
- kmsmajora - easy lyrics
- pepel nahudi - #challenge lyrics