meghdol - e hawa lyrics
Loading...
রাত্রীর ট্রেন
করুণ শঙ্খের মতো
মায়ের মুখে প্রথম শোনা গান
জন্মাবধি একটা অন্ধ নদী
ডুকরে কাঁদা মুক্তি দিল গান
এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া, আমি এখানে
এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া, আমি এখানে
কোথায় ছিলাম?
কোন শব্দের ভেতর
অক্ষরগুলো চূর্ণ আলো
কোন আবেগে, কোন নৈঃশব্দ্যে
ধরব তারে আমার প্রথম গান
এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া, আমি এখানে
কোথায় থাকে হারানো সুর
রহস্যনীল myth+এর বাগান
ফিরতি পথে, মস্ত আকাশ
অস্ফুট স্বর, ধুলোর গান
এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া, আমি এখানে
এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া, আমি এখানে
এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া…
Random Lyrics
- rob49 & real boston richey - yes, you did lyrics
- glean twain - trap lyrics
- young threat, yung kbs - bloody water lyrics
- call of artemis - do the dive lyrics
- helix tears - donor lyrics
- zincboy - stop bothering me lyrics
- emanu caleb - llora más tarde lyrics
- robyn hitchcock - socrates in thin air lyrics
- hi5 - happy today lyrics
- lee hyun jun - 농담 (joke) lyrics