miftah zaman - obosheshe lyrics
চলেছি পথে অন্তহীন
শুধু এই আশায়
পথেরই শেষে রবে তুমি
আমারই প্রতীক্ষায়
দেখবে তোমাকে আমার দু নয়ন
ক্লান্ত এ জীবন জুড়াবে তখন
রাঙাবে তুমি ধুসর ভূবন কৃষ্ণচুড়ার ছোঁয়ায়।।।
ব্যাথা ভরা এই মনের লাল গালিচায়
ঝরবে সুখেরই ফুল তোমারই পুজায়
ব্যাথা ভরা এই মনের লাল গালিচায়
ঝরবে সুখেরই ফুল তোমারই পুজায়
ভাঙবে তুমি ভুলের কপাল ভালবাসার মায়ায়।
দেখবে তোমাকে আমার দু’নয়ন
ক্লান্ত এ জীবন জুড়াবে তখন
রাঙ্গাবে তুমি ধূসর ভূবন কৃষ্ণচূড়ার ছোঁয়ায়।
কলাপাতা রঙে মোড়া স্বপ্ন আমার
পূর্নতা পেতে চায় শুধু বারেবার
কলাপাতা রঙে মোড়া স্বপ্ন আমার
পূর্নতা পেতে চায় শুধু বারে বার
আনবে তুমি রঙের দিশা
স্বপ্ন গড়ার ধরায়
দেখবে তোমাকে আমার দু’নয়ন
ক্লান্ত এ জীবন জুড়াবে তখন
রাঙ্গাবে তুমি ধূসর ভূবন কৃষ্ণচূড়ার ছোঁয়ায়।
চলেছি পথে অন্তহীন শুধু এই আশায়
পথেরই শেষে রবে তুমি আমারই প্রতিক্ষায়।
দেখেছে তোমাকে আমার দু’নয়ন
ক্লান্ত এ জীবন জূড়ালো এখন
দেখেছে তোমাকে আমার দু’নয়ন
ক্লান্ত এ জীবন জূড়ালো এখন
রাঙ্গালে তুমি ধূসর ভূবন
ভালবাসার ছোঁয়ায়।
Random Lyrics
- lil neighbor - oreo blizzard lyrics
- metrópoli - transición lyrics
- flame rhymes - scattare foto lyrics
- winter aid - penny sweets lyrics
- la mafia & el gigante de america - que no quede huella / como me duele amor lyrics
- khia - yumyum sauce lyrics
- marteria - roswell lyrics
- thelonious b. - stoppino lyrics
- calvin harris, katy perry, nicki minaj - soft lips lyrics
- al cadavedo - see the light (feat. dee chua) lyrics