miles - bhulbona tomake lyrics
বিস্ময় ছিলে তুমি স্বপ্ন আমার
কাছে পাবোনা জানি তোমাকে তো আর
কাটতো সময় কত গল্প করে
বলতে ভালোবাসি হাতটি ধরে।
আমি ভুলবো না আমি ভুলবো না
আমি ভুলবো না তোমাকে।।
স্বপ্ন প্রহরগুলো মনে পড়ে যায়
সোনালী আবেগ কাছে ডাকতো আমায়
স্মৃতিগুলো আজ শুধু আবেশে জড়ায়
ব্যর্থ এ মন শুধু আমাকে কাঁদায়।
আমি ভুলবো না আমি ভুলবো না
আমি ভুলবো না তোমাকে।।
প্রেম কি ছিল না ছিল শুধু প্রহসন
চেয়েছি নিবিড় করে শুধু অকারণ
তোমারই ছবি মনে তুমি কাছে নেই
অন্যের হয়ে গেলে খুব সহজেই।
কেন থাকলে না কেন থাকলে না
কেন থাকলে না আমার হয়ে
আমি ভুলবো না আমি ভুলবো না
আমি ভুলবো না তোমাকে।
দিশেহারা হয়ে পড়ে আছি তবু
পারিনি মেনে নিতে ভুলে যাবে কভু।।
চলে গেলে কেন একা ফেলে আমাকে…
তোমার অবুঝ মন বোঝেনি তখন
হয়ত পারিনি হতে তোমারই মতন
হৃদয় মাঝে স্মৃতি চিহ্ন রেখে
প্রেমের সমাধি মনে গেলে যে এঁকে।
“আমি ভুলবো না আমি ভুলবো না— miles
আমি ভুলবো না আমি ভুলবো না
আমি ভুলবো না তোমাকে।।
কেন থাকলে না কেন থাকলে না
কেন থাকলে না আমার হয়ে।।
Random Lyrics
- kekra - sous la veste lyrics
- dolly lama - over time lyrics
- yayoi feat. 420 soldierz - kung sana lang lyrics
- sevnz - robocop lyrics
- black m - je suis chez moi lyrics
- alkpote - les marches de l'empereur saison2 #3 lyrics
- javier solis - rumbo perdido lyrics
- 5'nizza - далеко lyrics
- białas - blakablakablaka lyrics
- zara larsson - permission lyrics