milon mahmood feat. prome - oshomoy, pt. 2 lyrics
Loading...
আমি তোমার কাছে প্রশ্ন করি বলো,
কিভাবে একা এই পথ চলতে হয়???
তুমি কি জানো,
কি যে অসহন ঘিরে যে আজ কাটছে সময়???
সুখের এ কারণে হাজারও বারনে ছেড়েছ আমায়,
কতটা দূরে গিয়েছ তবু আমি ভুলিনি তোমায় ।
আজ তোমার কাছে প্রশ্ন করি বল,
কিভাবে একা এই পথ চলতে হয়???
তুমি কি জানো,
কি যে অসহন ঘিরে যে আজ কাটছে সময়???
আমার এই জীবনে শয়নে স্বপনে চেয়েছি তোমায়,
কতটা যতনে স্মৃতি আজও টানে কাটেনা সময় ।
আজ তোমার কাছে প্রশ্ন করি বলো,
কিভাবে একা এই পথ চলতে হয়???
তুমি কি জানো,
কি যে অসহন ঘিরে যে আজ কাটছে সময়???
Random Lyrics
- gregory page - la vie en rose lyrics
- valério - humanidade lyrics
- after 7 - i want you lyrics
- lalah hathaway - stronger lyrics
- britney holmes - versace on the floor lyrics
- kc rebell - wunderbar lyrics
- måns zelmerlöw - glorious lyrics
- ali b - pimp ze lyrics
- toxic - 01 lyrics
- ryan lawrie - x factor recording lyrics