
minar - jhoom lyrics
ঝুম
রেরে রারে রারি রেরে
ঝুম
রেরে রারে রারি রেরে
ঝুম
রেরে রারে রারি রেরে
ঝুম
রেরে রারে রারি রেরে
ঝুম
রেরে রারে রারি রেরে
ঝুম
রেরে রারে রারি রেরে
তুমি আমায় ডেকেছিলে
এক মেঘে ঢাকা দিনে
কেন আমি দেইনি সাড়া
আমার চোখে আকাশ দেখে
তুমি বলেছিলে কিছু
বুঝিনি কেন সেই ইশারা
এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি তোমারই শহরে
হারিয়ে চোখের যত ঘুম
ঝুম
উড়ে উড়ে দূরে দূরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
ঘুরে ঘুরে তারে ডাকি
ঝুম
উড়ে উড়ে খুঁড়ে খুঁড়ে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
ঘুরে ঘুরে তারেই খুঁজি
আলো আঁধারির এ মায়ায়
এই অবেলায়, মন যে হারায়
চেনা অচেনা কত পথ
হঠাৎ কেনো থমকে দাঁড়ায়
ঝুম
উড়ে উড়ে দূরে দূরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
ঘুরে ঘুরে তারে ডাকি
ঝুম
উড়ে উড়ে খুঁড়ে খুঁড়ে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
ঘুরে ঘুরে তারেই খুঁজি
তোমার আমার ফেলে আসা যত
রঙিন মলিন স্মৃতি
লুকিয়ে অবুঝ ঠিকানায়
অচিন মনের অচিন কোনও কোণে
বন্দী আজও আমি
ভুল সে পথের সীমানায়
এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি তোমারই শহরে
হারিয়ে চোখের যত ঘুম
ঝুম
উড়ে উড়ে দূরে দূরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
ঘুরে ঘুরে তারে ডাকি
ঝুম
উড়ে উড়ে খুঁড়ে খুঁড়ে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
দূরে দূরে তারে খুঁজি
Random Lyrics
- lucas lucco - top 10 lyrics
- baby keem - truce lyrics
- swoosh god - intro (unleash the dragon) lyrics
- chance the rapper feat. ab-soul - smoke again lyrics
- rosa de saron - latitude, longitude lyrics
- joyce wrice - good morning lyrics
- shoreline mafia - who r u lyrics
- marisa monte - o que se quer lyrics
- pivot gang - hero lyrics
- lucho muñoz - someone that dances lyrics