
minar rahman feat. sajid sarker - shopoth lyrics
Loading...
সব যেন আছে আগেরই মতো,
lশুধু হারিয়ে গেছে দুজনের দুটো পথ ।
জানি না ভুলে গেছো কি তুমি,
আমি ভুলিনি সেদিনের নেয়া শপথ ।
তুমি ছিলে … আছো আজও,
তুমি থাকবে … এ মনে ।
খুব নীরবে জড়িয়ে ধরে,
বুকের ঘরে এক কোনে ।
জীবন হয়তো যাবে কেটে,
কান্না, হাসি নিয়মে অনিয়মে ।
তুমি রবে তোমারই মতো,
তোমার জন্য কথা জমা নীল খামে ।
তুমি ছিলে … আছো আজও,
তুমি থাকবে … এ মনে ।
খুব নীরবে জড়িয়ে ধরে,
বুকের ঘরে এক কোনে ।
যাও দৃষ্টির অগোচরে যতো,
জেনো তুমি হারাবে না ।
শত মানুষের ভিড়ে,
খুঁজবো তোমার ঠিকানা ।
জন্ম থেকে জন্মান্তরে,
স্মৃতি গুলো যাবে রয়ে ।
তুমি ছিলে … আছো আজও,
তুমি থাকবে … এ মনে ।
খুব নীরবে জড়িয়ে ধরে,
বুকের ঘরে এক কোনে ।
Random Lyrics
- 28homeboy - need time lyrics
- ferrori - adversidad lyrics
- mr. bond - pop some fags lyrics
- milan eldorado milenkovic - navike lyrics
- kazu makino - meo lyrics
- saybe - le club lyrics
- nervous dater - pigeon language lyrics
- mali kepa - pusto ostrvo lyrics
- big k.r.i.t. - family matters lyrics
- azzy rapper - azzy rapper - bhai mera bhai (official music video) lyrics