minar rahman - barabari lyrics
আমার ভেতরে আছো তুমি, আর তোমার ভেতরে আমি
চলোনা দুজন কিছু না ভেবে, অজানার পথে নামি
আমার ভেতরে আছো তুমি, আর তোমার ভেতরে আমি
ও চলোনা দুজন কিছু না ভেবে, অজানার পথে নামি
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি
দু: খের ভেতরে তুমি সুখী, আর সুখের ভেতরে দুখী
দুচোখ বুজে চলোনা এবার, নিয়ে ফেলি ঝুঁকি
দু: খের ভেতরে তুমি সুখী, আর সুখের ভেতরে দুখী
চোখ দুটো বুজে চলোনা এবার, নিয়ে ফেলি ঝুঁকি
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি
এএ. লালা রা-লালা লা
লা লা লা লালা লা লা লালা…
কেনো মানবো বল এ শাসন
কেনো মানবো বারণ, অকারণ
আমরা যে হয়েছি দুজনে শুধু
দুজনার এখন, দুজনার এখন
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি
ও আমার স্পর্শে থাকো তুমি, তোমার স্পর্শে আমি
ও আমার স্পর্শে থাকো তুমি, তোমার স্পর্শে আমি
কাছাকাছি থাকার চেয়ে আর কি আছে দামি?
কাছাকাছি থাকার চেয়ে আর কি আছে দামি?
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি
Random Lyrics
- classic hymns - blessed assurance lyrics
- los tracy lord - vivilo lyrics
- jen buxton - can't get right lyrics
- rendered 27 - wanderlust lyrics
- 프리티브라운 - 니 멋대로 살아 lyrics
- mentalista lyrics lyrics
- homecomings - painful lyrics
- the whereabouts - stay conscious lyrics
- flash seasons - like never before lyrics
- lil uzi vert - backspace lyrics