
minar rahman - karone okarone lyrics
কারণে অকারণে
নিষেধে বা বারণে
তোমার নামেই যত
জোছনা নিলাম
নিয়মে অনিয়মে
দহনে বা ধারোণে
আমায় নিখোঁজ ভাবো
বাঁ পাশেই ছিলাম
কারণে অকারণে
নিষেধে বা বারণে
তোমার নামেই যত
জোছনা নিলাম
ভেতরে বাহিরে
দহনে বা ধারোণে
আমায় নিখোঁজ ভাবো
বাঁ পাশেই ছিলাম
চোখে জল নোনা কী?
নিয়ে গেলো জোনাকি
কেনো আমি পথে একা দাঁড়িয়ে?
আলোদের পিয়নে
সোডিয়াম নিয়নে যেনো
সবই কোথায় হারিয়ে
আমি তোমার দ্বিধায় বাঁচি
তোমার দ্বিধায় পুড়ে যাই
এমন দ্বিধার পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
আমি তোমার স্বপ্নে বাঁচি
তোমার স্বপ্নে পুড়ে যাই
এমন সাধের পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
পুরোটাই
জলেতে আগুনে
বর্ষা বা ফাগুনে
তোমার নামেই যত
মেঘেদের গান
জাগরণে মিছিলে
কোথায় যে কি ছিলে
আমায় নিখোঁজ ভাবো
নিয়ে আভিমান
জলেতে আগুনে
বর্ষা বা ফাগুনে
তোমার নামেই যত
মেঘেদের গান
জাগরণে মিছিলে
কোথায় যে কি ছিলে
আমায় নিখোঁজ ভাবো
নিয়ে আভিমান
চোখে জল নোনাকী?
নিয়ে গেলো জোনাকি
কেনো আমি পথে একা দাঁড়িয়ে?
আলোদের পিয়নে
সোডিয়াম নিয়নে যেনো
সবই কোথায় হারিয়ে
আমি তোমার দ্বিধায় বাঁচি
তোমার দ্বিধায় পুড়ে যাই
এমন দ্বিধার পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
আমি তোমার স্বপ্নে বাঁচি
তোমার স্বপ্নে পুড়ে যাই
এমন সাধের পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই
পুরোটাই
Random Lyrics
- 88glam - kawasaki lyrics
- eben - god all by yourself lyrics
- lauana prado - melhor saída lyrics
- king combs - heaven sent lyrics
- nolanberollin - screen lyrics
- s3nsi molly - wit da strap lyrics
- cyrax - tool 2 lyrics
- chloe x halle - who knew lyrics
- blink-182 - happy days lyrics
- shoreline mafia - straight drop lyrics