
minar rahman - ki tomar naam lyrics
সারাক্ষণ, কেন যে ভাবাও,
মায়াবী, মায়াজালে, জড়াও ।
নিজের মতোই হঠাৎ, দেখা দাও ।
ইচ্ছে করেই আবার, হারিয়ে যাও ।
সারাক্ষণ, কেন যে ভাবাও,
মায়াবী, মায়াজালে, জড়াও ।
নিজের মতোই হঠাৎ, দেখা দাও ।
ইচ্ছে করেই আবার, হারিয়ে যাও ।
কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম ।
কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম ।
কেন আবেগ মাখো অবিরাম,
কখনো উড়াও …, কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও ।
কখনো উড়াও …, কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও ।
অহর্নিশ, ঘুম হারা, চোখের পাতায়,
কথা হয়, রাত ভর, তারায় তারায় ।
তোমার ভেতরে আজ নীরবতা,
আমায় ঘিরে রাখে অস্থিরতা ।
অহর্নিশ, ঘুম হারা, চোখের পাতায়,
কথা হয়, রাত ভর, তারায় তারায় ।
তোমার ভেতরে আজ নীরবতা,
আমায় ঘিরে রাখে অস্থিরতা ।
কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম ।
কোথায় থাকো? কি তোমার নাম?
কেন আবেগ মাখো অবিরাম ।
কেন আবেগ মাখো অবিরাম …।
কখনো উড়াও., কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও ।
কখনো উড়াও., কখনো ভাসাও …
কখনো ভাবাও… কখনো হাসাও ।
কখনো হাসাও…।।
Random Lyrics
- young nudy - judge scott convicted lyrics
- lights - kicks lyrics
- overwerk - electricity lyrics
- the ikan bakars - andai lyrics
- 104 & truwer - сафари (safari) lyrics
- mi sandi - hna lone thar lay ko tha nar tal lyrics
- spank - get lost lyrics
- myrne feat. cozi zuehlsdorff - confessions lyrics
- fetty wap & monty - the race freestyle lyrics
- polonis - is it on? lyrics