azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

mir shakib - valobashar nibondhon lyrics

Loading...

আমি আকাশ দেখেছি
আকাশের তারা দেখিনি
আমি বাতাস দেখিনি
বাতাস অনুভব করেছি
আমি কান্নায় ভেসেছি
চোখের জলে বাঁধ টেনেছি
তুমি কাছাকাছি ছিলে
তবু ভালোবাসোনি

আজীবন ভালোবাসার নিবন্ধন করেছি
আজীবন ভালোবাসার নিবন্ধন করেছি
আজীবন ভালোবাসার নিবন্ধন করেছি
আজীবন ভালোবাসার নিবন্ধন করেছি

ছাপাখানায় বের হবে হবে আমার মৃত্যু সনদ
ভেবে নিবে ভালোবাসার প্রথম ধাপ পেরিয়েছি

ছাপাখানায় বের হবে হবে আমার মৃত্যু সনদ
ভেবে নিবে ভালোবাসার প্রথম ধাপ পেরিয়েছি

আমি তোমার প্রেমের যাবজ্জীবন আসামি

মৃত্যুদণ্ড দিলেও বলবো তোমায় ভালোবাসি

আজীবন ভালোবাসার নিবন্ধন করেছি
আজীবন ভালোবাসার নিবন্ধন করেছি
আজীবন ভালোবাসার নিবন্ধন করেছি
আজীবন ভালোবাসার নিবন্ধন করেছি
আজীবন ভালোবাসার নিবন্ধন করেছি

আজীবন ভালোবাসার নিবন্ধন করেছি
আজীবন ভালোবাসার নিবন্ধন করেছি
আজীবন ভালোবাসার নিবন্ধন করেছি
আজীবন ভালোবাসার নিবন্ধন করেছি



Random Lyrics

HOT LYRICS

Loading...