mira sinha - o bondhu tomar bari tomar ghor lyrics lyrics
ও বন্ধু তোমার বাড়ি তোমার ঘর
তোমার আঙ্গিনা
সব খানে বিচরন করি
তুমি জানো না
ও বন্ধু তোমার বাড়ি তোমার ঘর
তোমার আঙ্গিনা
সব খানে বিচরন করি
তুমি জানো না
তুমি যখন ঘুমাও থাকি
তোমার স্বপন
ভালোবাসার কাজল হইলাম
তোমার নয়ন
বন্ধুরে,,,,,,
তুমি মোরে ভুইলা যাইয়ো না
ও বন্ধুরে,,,,
তুমি মোরে ভুইলা যাইয়ো না
আমি জ্বালাই প্রেমের বাতি
তোমায় ভাবি সারা রাতি
আমার চোখে ঘুম তো আসেনা
ও আমি জ্বালাই প্রেমের বাতি
তোমায় ভাবি সারা রাতি
আমার চোখে ঘুম তো আসে না
ও আমি থাকি আওলা চুলে
আমি সব কিছু যাই ভূলে
কোন কাজে মন তো বসেনা
তুমি যখন ঘুমাও থাকো
তোমার স্বপন
ভালোবাসার কাজল হইলাম
তোমার নয়নে
বন্ধুরে,,,,,
তুমি মোরে ভুইলা যাইয়ো না
ও বন্ধুরে,,,,,,,,
তুমি মোরে ভুইলা যাইয়ো না
এ কেমন বড় জ্বালা
এ যায়না কাউকে বলা
চুপি চুপি অন্তর পুরে ছাই
এ কেমন বড় জ্বালা
যায়না কাওকে বলা
চুপি চুপি অন্তর পুরে ছাই
এ মন পিঞ্জরের মাজে
শুধু বিরহের সুর বাজে
তোমায় দেখি যে দিকে তাকাই
তুমি যখন ঘুমাও থাকি
তোমার স্বপন
ভালোবাসার কাজল হইলাম
তোমার নয়ন
বন্ধুরে,,,,
তুমি মোরে ভুইলা যাইয়ো না
ও বন্ধুরে,……..
তুমি মোরে ভুইলা যাইয়ো না
বন্ধু তোমার বাড়ি তোমার ঘর
তোমার আঙ্গিনা
সব খানে বিচরন করি
তুমি জানো না
তুমি যখন ঘুমাও থাকি
তোমার স্বপন
ভালোবাসার কাজল হইলাম
তোমার নয়নে
বন্ধুরে,,,,
তুমি মোরে ভুইলা যাইয়ো না
ও বন্ধুরে,,,,,,,,,
তুমি মোরে ভুইলা যাইয়ো না
@erensharifuz
Random Lyrics
- ace frehley - back into my arms again lyrics
- matt maltese - this is the day lyrics
- радиопомехи (radiopomehy) - ева грин (eva green) lyrics
- skitless - палитра (palette) lyrics
- kajetan wolas & magiera - powroty lyrics
- wendy francisco - the eyes of the lord lyrics
- wtwice - нужна сильно (need badly) lyrics
- sayrex - summer season lyrics
- sinan sakić - zašto ode lyrics
- made, baré & shabab - pull up lyrics