
modernotaku - bhul shomoy lyrics
Loading...
[pre+chorus]
তোকে নিয়ে রাত জাগা কথাগুলা
কিভাবে এড়িয়ে বেড়াবো
তোকে আমার মনের ভেতর বেঁধে রেখে দিয়ে
আমি কই যেতে পারি
তুই আমায় বল কিভাবে
[chorus]
তুই ছিলি ভুল সময় ভুল শহরে ভুল শহরে
তোকে কিভাবে আটকাবো আমার মন থেকে?
তুই ছিলি ভুল সময় ভুল শহরে ভুল শহরে
তোকে কিভাবে আটকাবো আমার মন থেকে?
[pre+chorus]
তোকে নিয়ে রাত জাগা
স্বপ্নের আড়ালে লুকিয়ে বেড়ানো
তোকে আমার মনের ঘর থেকে কিভাবে
লুকিয়ে রাখব এড়িয়ে বেড়াবো
তুই কি আমার সাথে যাবি?
[chorus]
তুই ছিলি ভুল সময় ভুল শহরে
তুই ছিলি ঠিক জায়গায় ভুল সময়ে ভুল শহরে
তোকে কিভাবে আটকাবো আমার মন থেকে?
[outro]
আমি ছিলাম ভুল সময় ভুল শহরে
আমি ভুল সময় ভুল শহর ভুল শহরে
আমি কিভাবে আটকাবো তোকে আমার মন থেকে?
Random Lyrics
- marc vinyls - heartless lyrics
- isaac nathan - oh weep for those lyrics
- lucas vinicius cicarello - vamo jogar uma lyrics
- risky4real - ambush lyrics
- punishing: gray raven & wønder - resounding storm lyrics
- $.f. (s.f.) - mad vincent lyrics
- homecoming uk - merry christmas everyone lyrics
- krutь - сто листів (sto lystiv) lyrics
- ykmnace - built for this lyrics
- timi (rou) - designer shoes lyrics