modernotaku - jete pari lyrics
Loading...
[verse]
তোমায় রেখে দিয়েছি তো মনের ভিতরে আবার
আমার এ দেহ আর কারো নয়
তোকেই তো সব দিয়ে দিয়েছি আমার
তবু তুই সুখে রইলি না আর
তাই আমি কেঁদে রই
প্রভুর কাছে সারা রাত
[chorus]
তোমায় রেখে আমি
কই যেতে পারি?
তোমায় রেখে যেতে পারি?
[bridge]
(প্রভুর সাথে যদি কথা বলা যায় তাহলে
মনের মানুষের সাথে এত অভিমান?)
[pre+chorus]
মান আর করিস না
মন আমার আর
নিতে পারে না তোর অভিমান
তাই আমি কেঁদে রই
প্রভুর কাছে সারা রাত
[chorus]
তোমায় রেখে আমি
কই যেতে পারি?
তোমায় রেখে যেতে পারি?
Random Lyrics
- aftrrhrzz - you know im the truth lyrics
- mayot - стычка (skirmish) lyrics
- julian sommer - sos lyrics
- milton guedes - diz lyrics
- origami - bash lyrics
- doug anderson (gospel) - keep on shining lyrics
- gestört aber geil - party all the time (club mix) lyrics
- mix williams & geno five - breaking bad|bad blood lyrics
- lilrb - who rb lyrics
- latbours wealth - ajoke (like we naughty) lyrics