![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
mohammad sijan - amar mon lyrics
Loading...
তোর ভাবনাই কিছু বাকি
স্বপ্নতে শুধু তোকে দেখি
দূর দুরুত্বে নজর তো রাখি
তোর শহরে আমি থাকি
আমার শহরে তোকে রাখি
কিভাবে আজ বিহীন তুই থাকি
আমার মন
চাই বলতে
কাছে এসে আবার চলে যাই
তুই ছুলে প্রাণ ভরে
থাকতে শুধুই চাই তোর ইশারাই
এ সাজানো ভুবন
তোকে নিয়ে গো জীবন
যদি ভুলে যাস আমার ঔ হাসি
তোকে নিয়ে পথ চলবো
মন খুলে তোকে বলবো
তোকে কতটা ভালো যে বাসি
দুজনের কত ছবি
তোর জন্য আজ হলাম কবি
জানি তুই শুধু আমার হবি
তোর মন খারাপে আমি থাকি
আর কিছু তো থাকিস রাখি
তখনও দিস না ফাকি
তোর ভাবনাই কিছু বাকি
স্বপ্নতে শুধু তোকে দেখি
দূর দুরুত্বে নজর তো রাখি
তোর শহরে আমি থাকি
আমার শহরে তোকে রাখি
কিভাবে আজ বিহীন তুই থাকি
আমার মন
চাই বলতে
কাছে এসে আবার চলে যাই
তুই ছুলে প্রাণ ভরে
থাকতে শুধুই চাই তোর ইশারাই
আমার মন
চাই বলতে
কাছে এসে আবার চলে যাই
Random Lyrics
- call me karizma - sad money lyrics
- yerin (예린) - aria lyrics
- common hymnal - i wanna live lyrics
- caballero & jeanjass - intro (grünt #49) lyrics
- luvseat - fuck shit up lyrics
- scooby mike - mall lyrics
- lubalin - letting go lyrics
- rave-up! - мармеладный мишка (gummy bear) lyrics
- electric enemy - sweet tooth lyrics
- 7elix - death of me (prod. rxhff x sorrowbringer) lyrics