mohan singh - tumi chhere chhile bhule chhile bole lyrics
Loading...
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে ব’লে হেরো গো কী দশা হয়েছে-
মলিন বদন, মলিন হৃদয়, শোকে প্রাণ ডুবে রয়েছে ।।
বিরহীর বেশে এসেছি হেথায় জানাতে বিরহবেদনা;
দরশন নেব তবে চ’লে যাব, অনেক দিনের বাসনা ।।
‘নাথ নাথ’ ব’লে ডাকিব তোমার, চাহিব হৃদয়ে রাখিতে-
কাতর প্রাণের রোদন শুনিলে আর কি পারিবে থাকিতে?
ও অমৃতরূপ দেখিব যখন মুছিব নয়নবারি হে-
আর উঠিব না, পড়িয়া রহিব চরণতলে তোমারি হে ।।
Random Lyrics
- rajiv dhall - empty whiskey glass lyrics
- i love your lifestyle - long time no bruce lyrics
- foliage - decision lyrics
- jessie reyez - f*** being friends lyrics
- vicky salamor - cinta beda agama lyrics
- potret - maafkan saya soewondo lyrics
- juice wrld - smoke lyrics
- lilnedbigby - ma lyrics
- juice wrld - autograph (on my line) lyrics
- juice wrld - kawasaki lyrics