mohidul tamim - akriti lyrics
[verse]
দেখেছো কি কোনো অতীতের অভিশপ্ত?
স্মৃতিগুলো জমে জমে ভীষণ বিষাক্ত।
দেখেছো কি তাকে যখন রাত জেগে কাঁদতো?
ধরেছো কি হাত যখন একা পথে হাঁটতো?
দেখেছো কি ক্ষত করা দাগটাকে?
ঘাড়ের উপর জমা অভিশাপটাকে?
দেখেছো কি বেঁচে থাকা শুধু কারণ নিজে নিজে মরলে কবরে নাকি সাপ থাকে?
ভাবতাম যাবো আমি কার ধারে।
যখন আপন রূপী রাক্ষস চারপাশে।
আগে খুঁজতাম তোকে এই circus এ।
যখন তারা আমার বেঁচাকেনার দর কশে।
আগে এক মনে এক সুরে বাদ্য বাজাইতাম। এক কলম এক কালি কাব্য রটাইতাম।
গান নিজের সুর নিজের এক ধ্যানে গাইতাম। বদলালো সব এখন ………..
[chorus]
তোর সুরে সুরে আবৃতি গাই, আবৃতি গাই, আবৃতি।
তোর কথায় আমি আকৃতি পাই, আকৃতি পাই, আকৃতি।
এই ভ্রম থেকে মুক্তি কি নাই? মুক্তি কি নাই? মুক্তি কি?
তোর কথায় আমি আকৃতি পাই, আকৃতি পাই, আকৃতি।
তোর সুরে সুরে আবৃতি গাই, আবৃতি গাই, আবৃতি।
তোর কথায় আমি আকৃতি পাই, আকৃতি পাই, আকৃতি।
এই ভ্রম থেকে মুক্তি কি নাই? মুক্তি কি নাই? মুক্তি কি?
তোর কথায় আমি আকৃতি পাই, আকৃতি পাই, আকৃতি।
[verse]
আর কি যে চাই? তোর কথায় কেন আকৃতি পাই?
কথাগুলো কেন যেন ধারালো এক মরণাস্ত্র আকৃতি নিয়ে ভেদ করে যায়।
শরীর আমার যেন নিঃশেষ করে যায়। আজ তোর প্রতি আজগবি ক্লেশ রয়ে যায়।
মস্তিষ্কের ছিঁড়া কাগজেতে মন আমার অভিযোগের কোনো অনুচ্ছেদ রটে যায়। তবু……….
[chorus]
তোর সুরে সুরে আবৃতি গাই আবৃতি গাই আবৃতি
তোর কথায় আমি আকৃতি পাই আকৃতি পাই আকৃতি
এই ভ্রম থেকে মুক্তি কি নাই মুক্তি কি নাই মুক্তি কি
তোর কথায় আমি আকৃতি পাই আকৃতি পাই আকৃতি তোর সুরে সুরে আবৃতি গাই আবৃতি গাই আবৃতি তোর কথায় আমি আকৃতি পাই আকৃতি পাই আকৃতি এই ভ্রম থেকে মুক্তি কি নাই মুক্তি কি নাই মুক্তি কি তোর কথায় আমি আকৃতি পাই আকৃতি পাই আকৃতি
Random Lyrics
- madonna - sorry (green velvet remix) lyrics
- goldband - noodgeval lyrics
- futuristic swaver - 멍청아 (dumb!) lyrics
- lazytown - never say never lyrics
- vvlerou - исправить всё (fix everything) lyrics
- potyguara bardo - overdue lyrics
- il richard - piangere sangue lyrics
- mc 張天賦 (hkg) - good time lyrics
- self deception - the fall lyrics
- lil candy paint - mileage lyrics