mohidul tamim - baray de sound lyrics
[chorus]
বাড়ায় দে sound ভায়া এই! বাড়ায় দে sound ভায়া।
ক্ষ্যাপা local bangla hip hop underground ভায়া।
বাড়ায় দে sound ভায়া এই! বাড়ায় দে sound ভায়া।
ক্ষ্যাপা local bangla hip hop underground ভায়া।
[verse]
gang gang gang ভায়া, gang gang ভায়া।
তোগো gang এ সাপ! সাপ! সাপ gang এ ব্যাঙ ভায়া।
আগাইলে ল্যাঙ ভায়া, পাঞ্চ আমগো tank ভায়া
flow mango tang ভায়া
এহনও হুনি pac, nas, biggie, wu+tang ভায়া।
পল্লী শিল্পি, gullyboy, রঞ্জিত মল্লিক, hang ভায়া!
আমি mad, আমি bad, batman ভায়া।
করিস না প্যাঁক+প্যাঁক, তুই হাঁস, পাতাল তোর ঠিকা্না।
আমার যতডি ভাই আছে ততডি তোর নাই।
তোর গায়ে জোর আছে, motherboard এ core নাই।
আমার rap এর motherboard এর processor amd
বাংলা hip hop এ ও আছে আওয়ামিলীগ, bnp
scene এ আমি ruthless. anti+সরকার। (huh)
দরকার তোর জ্ঞান আর তোর gang ক্যান empty?
আমার টা gang না। আমার টা family
মিল্লা+ঝিল্লা চিল্লাই। rapper এক লগে গিলি।
[chorus]
বাড়ায় দে sound ভায়া এই! বাড়ায় দে sound ভায়া।
ক্ষ্যাপা local bangla hip hop underground ভায়া।
বাড়ায় দে sound ভায়া এই! বাড়ায় দে sound ভায়া।
ক্ষ্যাপা local bangla hip hop underground ভায়া।
[verse]
বাড়ায় দে sound ভায়া।
volume উপরে নিয়া গেলে ভুইলা যাইবি count ভায়া।
it’s going down ভায়া।
ফালায় থো crown, তোগো রাজা+রানি clown ভায়া।
চামড়াটা brown, এইটা মেজবানি খাওন ভায়া।
running this town, চাচা পাগল হইবি দিনে+দিনে।
এইটা সেই sound যেইটা যেই হালায় চিনে, কিনে।
তোরা তো বস্তা পঁচা মাল, ঘুরছ scene এ + scene এ।
এই ভুতের নাম জানে উত্তর আর দক্ষিণের জ্বিনে।
সকল কাঁক+পক্ষিরা চিনে কেডায় চলে পাতায়+পাতায়।
হাতায়+হাতায় বড় হইছছ, career তোর বাকির খাতায়।
তাকায়+তাকায় দেখ, কেডায় জায়গায়+জায়গায় ক্ষ্যাপ মাইরা
ছ্যাপ দিয়া গুইনালাইছে বাঁচছ তুই যেই ঘুষের টাকায়।
ঊটের মাথায় কান্টুপি আর ভুতের গলায় বান্ধুবি
ছুইট্টা গেলে পায় না খোঁজ আর উইঠা গেলে নান্দনিক।
লাগবোনি? লাগলে বেচুম ১০টাকা প্যাকেটে।
বাড়ায় দে sound, নাইলে আইয়া পরুম casset এ।
[chorus]
বাড়ায় দে sound ভায়া এই! বাড়ায় দে sound ভায়া।
ক্ষ্যাপা local bangla hip hop underground ভায়া।
বাড়ায় দে sound ভায়া এই! বাড়ায় দে sound ভায়া।
ক্ষ্যাপা local bangla hip hop underground ভায়া। (x2)
Random Lyrics
- voiddweller - under the sign of consumption (independent contractor) lyrics
- josiah charon - phonograph lyrics
- jerry garcia & john kahn - when i paint my masterpiece lyrics
- carlos ann y mariona aupí - fábricas del amor lyrics
- jordan hawkins - risky lyrics
- mickey hart - the next step lyrics
- day day life - sex mate lyrics
- kingmichaelbeats - want me lyrics
- mireza - 3am on clovelly lyrics
- wmmusic99 - tv (ft.aleko) lyrics