mohidul tamim - eihokal lyrics
{verse 1: mohidul tamim]
হাতে কলম আর খাতা, মগজে নিজের বাসা।
আর বিষ ভরা মগজেতে ঠিক ধরা বাঁধা।
আর দোষ দিয়ে জীবনে জোটেনা পেটের খাবার।
সব দোষ দেয়া শুরু দিয়া ভুল আদম হওয়ার।
তাই ভ্রান্তি থেকে শুরু ক্রান্তি আর ক্লান্তি
এই যান্ত্রিক শহরে যে বাহ্যিক অশান্তি।
তাই ত্রান্তিক ডেকে বলে ত্রাণ দিবে শান্তি
আর মাওলানা বলে “তোদের প্রাণ দেয়ার দাম কি?”
এ দেশে শুধু লাঠি ভাঙে তবে মরে নাতো সাপ
আগুনেতে ঘি ঢালে বাড়ে নাতো তাপ
দেশে অদ্ভুত এই রীতি রেওয়াজ বাপের উপরে পাপ
হাজার কোটি টাকার দেশে কেনো কমে না অভাব।
এই কলিযুগের রাবন আমি দশ মাথার দানব।
তবে দুঃখিত রাম নাকি আসেনি এখনো।
তাইলে শেষবারের মতো করি যুদ্ধ স্থগিত।
আমি বনবাসে বসে খাবো hot cappuccino
তোদের রাজ্য কোনটা বল রুইতন না হরতন?
আর স্বার্থ খুইজা কর জাতের বিবর্তন।
অর্থ রাখতে গেলে আত্মার বিসর্জন
বর্জন বিশ্বাসী আছে আর কয়জন?
আমার জন্মের লগ্নে নাকি খুশি ছিলো ঈশ্বর
এই সন্তানের দ্ধারা উপহার পাবে বিশ্ব।
১০ মাস ১০ দিন মায়ের পেট যেনো তীর্থ
আমার মায়ে গর্ভে নিলো বাংলা হিপহপ এর ভবিষ্যৎ।
[verse 2: wahid ony]
হয় কথার অর্থ বোঝ,নয়তো তুই স্বপ্ন খোজ ।
সহজ+সরল নন্দঘোষ বলে নরকে যাবে সব মন্দ লোক ।
অভাবী সমাজ লোভ+লালসায় পরিপূর্ণ।
তুই তোর দাম বাড়াতে চাস?
তোর পাশে বসা সাতটা শুন্য।
মুল্যবান মূল্যহীন, আলোমাখা প্রহরেতে।
মানুষ নাকি সোনার মোহর বলতে শুনছি গোধূলিতে।
পাওয়া দুস্কর অর্জুনের বিষ মাখা তীর।
ভিড় ঠেইলা,বিষ ঢাইলা বাইচা থাকে মহাবীর।
এ যুগে চপলতা মানে হতে হবে বিদ্যাসাগর।
পার হওয়া বাকি বিশাল স্বপ্নের সাগর।
কাগজে যাদু ঘটাতে মন্ত্র করে না কাজ।
সাগরে বিদ্যার পাথর ভর্তি আমার তামার জাহাজ।
যার শীল যত নোরা,তারই ভাংগে দাতের গোড়া।
যার ফল যত মিঠা তার শেকড় তত তিতা।
গুজবে ভরা ফুলের তোড়া কিন্তু হয় ফুলের ক্ষয়।
আসলে মানুষই মানুষের ভবিষ্যত, মানুষের হবে জয়।
উদলা করে না ভয় বাটপারি করতে।
পিচঢালায় ১ বার উঠতে লাগছে আমার ১০ বার পড়তে।
যেখানে মৃত্যুঘন্টা বাজে চলে গনহত্যা, শত্রুর বুকে বল্লম ধরার কপালে জোটে না শয্যা।
সহজ খোজা,মাথার বোঝা,ইটের দেয়ালে ঠেক পিঠ আর আমার প্রদর্শন কাম তাই শুনশান চারিদিক।
শুন্য হাত,পূর্ণ পাপ। সাথে জঘন্য পৃথিবী আর ইহকালের পাপের হবে ইহকালেই শাস্তি।
Random Lyrics
- otr - already gone lyrics
- lazygod - lizzo lyrics
- eellok - романы lyrics
- chloé silva - traces to nowhere lyrics
- elliotly - a peek into another reality lyrics
- domalaq - original lyrics
- rj athletic - trip lyrics
- beverly moon - banff lyrics
- ru music - трон (throne) lyrics
- hvns [ee] - see on armastus lyrics