mohidul tamim - maharaja lyrics
[hook]
আমি trap দেশের মহারাজা দেখ কারবার।
and my মহারানী call me in bed জানোয়ার।
আমার সাম্যের গানে আমি এক সুরকার।
তোর ঘাড়ে আমার ধাঁর করা rap তলোয়ার।
আমি trap দেশের মহারাজা
trap দেশের মহারাজা।
trap দেশের মহারাজা।
আমি trap দেশের মহারাজা দেখ কারবার।
and my মহারানী call me in bed জানোয়ার।
আমার সাম্যের গানে আমি এক সুরকার।
তোর ঘাড়ে আমার ধাঁর করা rap তলোয়ার।
আমি trap দেশের মহারাজা
trap দেশের মহারাজা।
trap দেশের মহারাজা।
[verse]
শুন। this is the মহারাজা coming back in tune
আমার সেনাপতি যুদ্ধে করে খুন।
আমার তলোয়ারে মুকুটধারী কয়টা মাথার রক্ত আছে গুন।(জিন্দা কম)
this is the throne made of wound.(সিংহাসন)
ভিনদেশী যোদ্ধাদের চোখে নাই কোনো ঘুম। (ওদের সিংহ কম)
তুমি যাই করো ভুল। তোমার নাই তো মাশুল। better fight for your troup
বাজা ড্রাম ডু ডু ডুম। বানা গান বানা সুর। নাচা আপনি মাশুক।
নাচা জিতনি মাসুম। যেনো জান্নাতী হুর। শুন।
শুন
a royal rumble
এই ঢালের পিছে কে আছে জানোস।
তুই এক কালে তো খুব বেশী ছিলি সরোশ।
তুই জন্মাইসোস মুখে নিয়া সোনার চামচ।
খরা বালি থেকে উঠে আমি সম্রাট বাবর।
(সম্মান টা কর)
ছোট গলি থেকে শুরু করে বন্দর দখল।
(সম্মান টা কর)
প্রবাহ গতিময় খুবই চাঞ্চল্যকর।
(সম্মান টা কর)
কাঠি পোড়া ৪৮,৪৯,৫০ টা ধর।
(সম্মান টা কর)
তোরা পালতু শূকর গোলায় পট্টি পর।
রাস্তা দে সর আমি ঐরাবত।
করুনা চাই? পিঠে চইরা বস।
কারণ থামবোনা তান্ডব না কইরা বধ।
woah.k!lling them slow
তোরা যাযাবর যা যা সর বাচস অন্যের উপর।
no.কিসের যুদ্ধ? আমার নিরবধি অসীম রাজত্ব।
আমি trap দেশের মহারাজা দেখ কারবার।
and my মহারানী call me in bed জানোয়ার।
আমার সাম্যের গানে আমি এক সুরকার।
তোর ঘাড়ে আমার ধাঁর করা rap তলোয়ার।
আমি trap দেশের মহারাজা
trap দেশের মহারাজা।
trap দেশের মহারাজা।
আমি trap দেশের মহারাজা দেখ কারবার।
and my মহারানী call me in bed জানোয়ার।
আমার সাম্যের গানে আমি এক সুরকার।
তোর ঘাড়ে আমার ধাঁর করা rap তলোয়ার।
আমি trap দেশের মহারাজা
trap দেশের মহারাজা।
trap দেশের মহারাজা।
[verse]
সত্য চিরন্তন। আমার আধিপত্য অলঙ্ঘনীয়।
কিন্তু একটার পর একটার পর একটা উলঙ্ঘনের চেষ্টা।
it tells me that trouble is on. (তুই মুর্দা)।
টাকা কি কম? (চাই মুর্দা)
টাকা টা যম।
তোর career নামের এই ঠেলাগাড়ির চাকা টাই টাকা তাই তুমি এই যমের আপন ।
(আর কতক্ষন?) সরেন এখন। dhaka to delhi to lebanon
মহারাজা ba+ba+ba+balling is on
রাজনীতি রাজনীতি বেশী না কম?
রাজনীতি রাজনীতি হাজার রকম।
দেশি ছুরির বিদেশি যখম।
আমি সবকিছু জানি তুমি কোনদেশি don
মীরজাফর নাকি ঘষেটি বেগম।
তোরা কি? তোরা দেশি দেশি ঘি। বিবেকহীন। কতদিন।
যত আকবর। জালাল উদ্দীন।
আলাদিন।আমি জিন। তোমায় বর দেবো তিন।
সম্রাট সংশয়ে নিয়ে যাবো জেসমিন।
এটা দাবাঘরের গুটি আমার প্রত্যেকটা দিন।
বাঁচার প্রত্যাশা ক্ষীণ । যেনো শোধ করা ঋণ।
আমি অস্তিত্বহীন? তুমি পরাধীন। অভর্থনা নিন।
[hook]
আমি trap দেশের মহারাজা দেখ কারবার।
and my মহারানী call me in bed জানোয়ার।
আমার সাম্যের গানে আমি এক সুরকার।
তোর ঘাড়ে আমার ধাঁর করা rap তলোয়ার।
আমি trap দেশের মহারাজা
trap দেশের মহারাজা।
trap দেশের মহারাজা।
আমি trap দেশের মহারাজা দেখ কারবার।
and my মহারানী call me in bed জানোয়ার।
আমার সাম্যের গানে আমি এক সুরকার।
তোর ঘাড়ে আমার ধাঁর করা rap তলোয়ার।
আমি trap দেশের মহারাজা
trap দেশের মহারাজা।
trap দেশের মহারাজা।
trap দেশের মহারাজা।
trap দেশের মহারাজা।
Random Lyrics
- pseudo echo - children in the world lyrics
- yam haus - body goes lyrics
- aespa (에스파) - i'll make you cry lyrics
- roseville - big man lyrics
- shawn james - the devil's daughters lyrics
- ballout - everytime lyrics
- mbeyeline - rocking red lyrics
- remy (pop) - loose ends lyrics
- hurshel - i wanna find you lyrics
- camira the rapper - rolling stone lyrics