mohidul tamim - no ego lyrics
[verse]
একই চামড়া দিয়ে শরীর গড়া
প্রশংসা করো নিজের ।
একই শব্দ বাক্যের উপাসনা
তাইলে এই ইগো কিসের?
সাধনার নামে তোর অধীন এই বাসনা
ক্রীতদাস নিকোটিনের।
২ দিনের দুনিয়ায় ৪ দিনের এই খানা
মেহমান কতদিনের?
whatever, বুকেতে কষ্ট নাই।
কিন্তু আপনজন রক্ত খায়।
মায়া মমতার এই মায়াতে মগ্ন
ভিতরে রাক্ষস উপরে ভাই।
মুক্তি নাই। সব কসাই। উপর ওয়ালার কাছে শক্তি চাই।
+কি? আপনজন রক্ত খায়?
+হ। আপনজন রক্ত খায়।
স্বার্থ চায় ।সবাই। সামনে সামনে ভালা পিছে ফিরা গেলে স্বার্থটা ফুরাইলে দেয় জবাই।
কিন্তু চুপ। শব্দ নাই।
ত আকার ম ঋষিকার ম। আমার পরিচয় তোর ওই স্তব্ধতায়।
উচ্চ বর্ণ সব কুকর্ম নগ্নতার এই নর্দমায়।
পথ চলারই যোগ্য নয় তাই যোগ্যতা আজ কাঠগড়ায়।
কাঠগড়ায়।
কাঠগড়ায়।
যোগ্যতা আজ কাঠগড়ায়।
তোদের অহংকার আছে আর জীদ।
still acting like a lil beast
(you mean acting like a lil b+tch?)
na. acting like a lil beast
b+tches be better than what you just did
(if you don’t like then why don’t you leave)
leaving will leave you guys more room to breathe
given i’m giving nothing but a diss
disses just disengaged disses from this
so i am sorry i’m no longer sh+t
sh+t
[bridge]
তাইলে এই ইগো কিসের?
প্রশংসা করো নিজের।
[verse]
দক্ষ কক্ষে লক্ষ্য ভেদ
সস্র অস্ত্রে বক্ষ ভেদ
প্রতিশ্রুতি নিয়ে রক্ষণের
রক্ত রক্ত সবখানে
সব খানে। সব জানে।
অতিলোভে আবার ভয় জানের।
ভয় জানের।
খোদারে খুঁজে ক্যা শয়তানে ?
শয়তানে।
খোদারে খুঁজে ক্যা শয়তানে ?
খোদারে খুঁজে ক্যা শয়তানে ?
এহ
ধরি তো কারে ছাড়ি?
এহ
শব্দ দেয় কানে বাড়ি ।
এহ
অহংকার বাড়ে খালি।
এহ
যারে পাবি তারে খাবি।
এহ
ধরি তো কারে ছাড়ি?
এহ
শব্দ দেয় কানে বাড়ি ।
এহ
অহংকার বাড়ে খালি।
এহ
যারে পাবি তারে খাবি।
[bridge]
তাইলে এই ইগো কিসের?
প্রশংসা করো নিজের।
তাইলে এই ইগো কিসের?
প্রশংসা করো নিজের।
তাইলে এই ইগো কিসের?
প্রশংসা করো নিজের।
তাইলে এই ইগো কিসের?
Random Lyrics
- ak - in my head lyrics
- juju sifuentes - noite com as amiguinhas lyrics
- b ray (vnm) - mách bảo lyrics
- perty - what is even normal lyrics
- itsbait - ¡ándale lyrics
- sadistic force - cavern of the wraith lyrics
- sen senra - globo lyrics
- boyz of kumbia - pelón lyrics
- 051 montana - 800k lyrics
- margarita siempre viva - evitar el encuentro lyrics